
বাগেরহাটের মোরেলগঞ্জ ঐতিহ্যবাহী এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ে ১০১তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব -২০২৫ উদ্ভোূধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয়ের সবুজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নাজমুল ইসলাম। অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক হাওলাদার এর সভাপতিত্বে দীর্ঘ ১০১ বছর পরে ঐতিহ্যবাহী বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিকদলের নেতৃবৃন্দ, স্হানীয় সুধীজন, অভিভাবক শিক্ষক এবং উপজেলা ও পৌরসভার প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। এসময় উপস্থিত অতিথিবৃন্দ উদ্বোধনী আলোচনায় বলেন, বিদ্যালয়ের ঐতিহ্য ও শিক্ষার্থীদের সফলতার প্রশংসা করাসহ আজকের এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক, মানসিক এবং সৃজনশীল বিকাশ ঘটবে।
অনুষ্ঠানে ২১,২২ ও ২৩ এই তিন দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ,তারুণ্যের উৎসব, বার্ষিক বনভোজনসহ বিভিন্ন ইভেন্ট রয়েছে। ছাত্র – ছাত্রীদের মধ্যে দৌড়, লং জাম্প, হাই জাম্প, রিলে রেসসহ আকর্ষণীয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বার্ষিক বনভোজন। আগামী বৃহস্পতিবার ২৩ জানুয়ারী সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করার মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ এর বার্ষিক ক্রিড়া অনুষ্ঠানের বিদ্যালয়ের সবুজ চত্ত্বরের মিলনমেলা।