ঢাকা, মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নওগাঁয় রাতের অন্ধকারে সড়কে পথরোধ করে দুটি মোটরসাইকেল ছিনতাই
খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে:এমপি প্রার্থী রাশেদুল আলম সবুজ
বেতাগীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক দ্বিতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন
জীবননগরে ৭ কোটি ২২ লাখ টাকার বাজেট ঘোষণা
আমতলীতে স্কুলের ওয়াল ভেঙ্গে নির্মান সামগ্রী চুরি
ঘোড়াঘাটে সেনাক্যাম্প স্থাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ঘোড়াঘাটে সেনাবাহিনীর বিনামূল্যে চিকি ৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ
জলঢাকায় দারিদ্র্য বিমোচনে সামাজিক নিরাপত্তা সেমিনার
শেরেবাংলা নগর থানায় নতুন ওসি
শ্যামনগরে নারী কৃষকদের দক্ষতা উন্নয়নে জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণ
বংশালে পেট্রল ঢেলে বাসে আগুন, গ্রেফতার ৩
মোরেলগঞ্জে উপজেলা পর্যায় ইভলভ্’র কর্মশালা অনুষ্ঠিত
ছিনতাইকারী আখ্যায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া মতিউর সম্পর্কে অজানা তথ্য
মোরেলগঞ্জে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন
নাইক্ষ্যংছড়িতে ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

মধুপুরে মোটরসাইকেল চোর চক্রের ৫ জন গ্রেফতার ৫ টি মোটর সাইকেল উদ্ধার

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন ইদিলপুর সাকিনস্থ এমপি বাড়ী জামে মসজিদের ইমামের ব্যবহৃত রেজিষ্ট্রেশন বিহীন ১১০ সিসি নীল রঙের SUZUKI
, কোম্পানীর SUZUKI Hayate Ep মোটর সাইকেল (যাহার ইঞ্জিন নং-AEA1-141280, চেচিস নং-RMBL-NE44D-110048), যাহার মূল্য অনুমান ১,৩০,০০০/- (এক লক্ষ ত্রিশ হাজার) টাকা। তিনি মসজিদের বাহিরে ঘাড় লক করিয়া রাখিয়া মসজিদে এশার নামাজ পড়ার জন্য যান। একই তারিখ রাত অনুমান ০৭:৩০ ঘটিকায় এশার নামাজ শেষ করিয়া বাহির হইয়া দেখেন যে, উক্ত স্থানে তার ব্যবহৃত মোটর সাইকেলটি নেই। এব্যাপারে মধুপুর থানায় একটি জিডি করেন। মধুপুর থানার ওসি তদন্ত রাসেল আহমেদ জিডির সুত্র ধরে বিভিন্ন কৌশলে তদন্ত শুরু করেন।
উক্ত ঘটনায় সাথে জড়িত সন্দেহে মাগন্তিনগর এলাকার মোকছেদ আলীর ছেলে আনোয়ার হোসেন রানা(৩২) কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়ে তার দেয়্ তথ্য অনুযায়ী বগুড়া জেলার সারিয়াকান্দি থানার নান্দিনা চর এলাকার বাদশা মিয়ার ছেলে মোনারুল হাসান মজনু (২৮) একই এলাকার ইলিয়াসকে জামালপুরের সরিষাবাড়ী রেলরাইল হতে একটি চোরাই মোটর সাইকেল সহ আটক করা হয।
তাদেন দেয়া তথ্য অনুযায়ী সারিযাকান্দি এলাকায় অভিযান চালিয়ে মধুপুর হতে হেফাজতে নেযা রানার সহযোগিতায় চুরি হওয়া আরও দুটি মোটরসাইকেল শারিয়াকান্দি থানার চরছনপুচা এলাকা হতে আয়েন উদ্দিনের ছেলে হারুনুর রশিদের নিকট হতে একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। তার তথা মতে জামালপুর জেলার ছোনটিযা বাজারের শাহজাহান আলীর ছেলে হরেজ আলী(৪৩) এর নিকট হতে আরও একটি মোটরসাইকেল উদ্ধার সহ মোট ৫ টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় জড়িত উক্ত ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। মধুপুর থানার মামলা নং ৯, তারিখ ২০-১-২০২৫। আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য ইদিলপুর এমপি বাড়ী জামে মসজিদের ইমামের ব্যবহৃত রেজিষ্ট্রেশন বিহীন ১১০ সিসি
নীল রঙের SUZUKI মোটর সাইকেল চুরি হওয়ার পর মধুপুর থানায় গত ১৭ জানুয়ারী একটি জিডি করেন। জিডির সুত্র ধরে মধুপুর থানার ওসি তদন্ত রাসেল আহমেদ এর নেতৃত্বে একটি টিম গঠন করে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার এবং চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য বিভিন্ন সূত্র ধরে বিভিন্ন কৌশল অবলম্বন করতে থাকেন।এরই ফলশ্রতিতে ২০ জানুয়ারী সন্দেহ ভাজন মাগন্তি নগর এলাকার আনোয়ার হোসেন রানাকে পুলিশ হেফাজতে নিয়ে আনোয়ার হোসেন এর স্বীকারোক্তিকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এবং তাদের হেফাজতে থাকা ৫ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এদুঃসাহসিক অভিযানটি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা প্রদান করেন সহকারী পুলিশ কমিশনার মধুপুর সার্কেল আরিফুল ইসলাম।

শেয়ার করুনঃ