ঢাকা, বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বাস্তব জীবনে সরল অংক
মিরসরাইয়ে পথচারী’কে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
পাঁচবিবিতে পৌর জামায়াতের কর্মীদের নিয়ে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
বিরামপুরে শ্বাশুড়ির গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে জামাই
চুরির অপবাদে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, আটক ৪
দেশে জঙ্গিবাদের উত্থানের মতো কিছুই হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা
১৮ মামলার আসামি ঢাকায় গ্রেফতার
ভূরুঙ্গামারীতে জামাত-শিবিরের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ে ঈদ আনন্দে দুর্ঘটনা রোধে ছাত্রদলের সচেতনামূলক প্রচারণা
বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) নবিউল হক মারা গেছেন
নোয়াখালীতে বিএনপি নেতাকে কোপালেন যুবলীগ-ছাত্রলীগ নেতকর্মিরা
কলাপাড়ায় সিকদার পরিবারের ঈদ পুনর্মিলনী
লক্ষ্মীপুরে সন্ত্রা-সীদের গু-লিতে গু-লিবিদ্ধ এক শিশু
আত্রাই থানা বিএনপি’র ঈদ পরবর্তী মতবিনিময় সভা
কচ্ছপিয়া বিএনপি কর্তৃক এমপি কাজলের পক্ষে এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময়

মধুপুরে মোটরসাইকেল চোর চক্রের ৫ জন গ্রেফতার ৫ টি মোটর সাইকেল উদ্ধার

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন ইদিলপুর সাকিনস্থ এমপি বাড়ী জামে মসজিদের ইমামের ব্যবহৃত রেজিষ্ট্রেশন বিহীন ১১০ সিসি নীল রঙের SUZUKI
, কোম্পানীর SUZUKI Hayate Ep মোটর সাইকেল (যাহার ইঞ্জিন নং-AEA1-141280, চেচিস নং-RMBL-NE44D-110048), যাহার মূল্য অনুমান ১,৩০,০০০/- (এক লক্ষ ত্রিশ হাজার) টাকা। তিনি মসজিদের বাহিরে ঘাড় লক করিয়া রাখিয়া মসজিদে এশার নামাজ পড়ার জন্য যান। একই তারিখ রাত অনুমান ০৭:৩০ ঘটিকায় এশার নামাজ শেষ করিয়া বাহির হইয়া দেখেন যে, উক্ত স্থানে তার ব্যবহৃত মোটর সাইকেলটি নেই। এব্যাপারে মধুপুর থানায় একটি জিডি করেন। মধুপুর থানার ওসি তদন্ত রাসেল আহমেদ জিডির সুত্র ধরে বিভিন্ন কৌশলে তদন্ত শুরু করেন।
উক্ত ঘটনায় সাথে জড়িত সন্দেহে মাগন্তিনগর এলাকার মোকছেদ আলীর ছেলে আনোয়ার হোসেন রানা(৩২) কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়ে তার দেয়্ তথ্য অনুযায়ী বগুড়া জেলার সারিয়াকান্দি থানার নান্দিনা চর এলাকার বাদশা মিয়ার ছেলে মোনারুল হাসান মজনু (২৮) একই এলাকার ইলিয়াসকে জামালপুরের সরিষাবাড়ী রেলরাইল হতে একটি চোরাই মোটর সাইকেল সহ আটক করা হয।
তাদেন দেয়া তথ্য অনুযায়ী সারিযাকান্দি এলাকায় অভিযান চালিয়ে মধুপুর হতে হেফাজতে নেযা রানার সহযোগিতায় চুরি হওয়া আরও দুটি মোটরসাইকেল শারিয়াকান্দি থানার চরছনপুচা এলাকা হতে আয়েন উদ্দিনের ছেলে হারুনুর রশিদের নিকট হতে একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। তার তথা মতে জামালপুর জেলার ছোনটিযা বাজারের শাহজাহান আলীর ছেলে হরেজ আলী(৪৩) এর নিকট হতে আরও একটি মোটরসাইকেল উদ্ধার সহ মোট ৫ টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় জড়িত উক্ত ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। মধুপুর থানার মামলা নং ৯, তারিখ ২০-১-২০২৫। আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য ইদিলপুর এমপি বাড়ী জামে মসজিদের ইমামের ব্যবহৃত রেজিষ্ট্রেশন বিহীন ১১০ সিসি
নীল রঙের SUZUKI মোটর সাইকেল চুরি হওয়ার পর মধুপুর থানায় গত ১৭ জানুয়ারী একটি জিডি করেন। জিডির সুত্র ধরে মধুপুর থানার ওসি তদন্ত রাসেল আহমেদ এর নেতৃত্বে একটি টিম গঠন করে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার এবং চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য বিভিন্ন সূত্র ধরে বিভিন্ন কৌশল অবলম্বন করতে থাকেন।এরই ফলশ্রতিতে ২০ জানুয়ারী সন্দেহ ভাজন মাগন্তি নগর এলাকার আনোয়ার হোসেন রানাকে পুলিশ হেফাজতে নিয়ে আনোয়ার হোসেন এর স্বীকারোক্তিকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এবং তাদের হেফাজতে থাকা ৫ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এদুঃসাহসিক অভিযানটি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা প্রদান করেন সহকারী পুলিশ কমিশনার মধুপুর সার্কেল আরিফুল ইসলাম।

শেয়ার করুনঃ