
পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা বাজারে বর্ণমালা বিদ্যাপীঠ স্কুলের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলার বোদা বাজার আনোয়ারা কমপ্লেক্সে বর্ণমালা বিদ্যাপীঠ স্কুলের নতুন ক্যাম্পস এর ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বাফুফের ডেপুটি চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো. ফরহাদ হোসেন আজাদ।
শুভ উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সভাপতি ও বোদা পৌর বিএনপির সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিম্ময় এর সভাপতিত্বে এক সুধী সমাবেশ ও আলোচনা সভায় সেখানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির. বিশেষ অতিথি হিসেবে পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. আফাজুল ইসলাম, বোদা উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. এ কে এম আখতার হোসেন হাসান ও বোদা পৌর বিএনপির আহবায়ক আব্দুস সামাদ তারা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বর্ণমালা বিদ্যাপীঠ স্কুলের নতুন ক্যাম্পস এই শিক্ষাপ্রতিষ্ঠানকে এলাকার শিক্ষার উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
বর্ণমালা বিদ্যাপীঠ স্কুলটি প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবু হেনা মো. মবিনুল ইসলাম (কাজল)। তিনি উদ্বোধনী বক্তব্যে জানান, স্কুলটি নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এলাকার শিশুদের মানসম্মত শিক্ষা প্রদান এবং তাদের ভবিষ্যৎকে আলোকিত করার জন্যই এ স্কুল গত ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়।
বর্তমানে নতুন ক্যাম্পাস বোদা বাজার আনোয়ারা কমপ্লেক্সে মনোরম পরিবেশে অবস্থিত বর্ণমালা বিদ্যাপীঠ স্কুলটি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান ও সুস্থ মানসিক গঠন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সহযোগিতা কামনা করেছে এবং আগামী দিনগুলোতে শিক্ষার মান আরও উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছে। পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।