ঢাকা, মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নওগাঁয় রাতের অন্ধকারে সড়কে পথরোধ করে দুটি মোটরসাইকেল ছিনতাই
খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে:এমপি প্রার্থী রাশেদুল আলম সবুজ
বেতাগীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক দ্বিতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন
জীবননগরে ৭ কোটি ২২ লাখ টাকার বাজেট ঘোষণা
আমতলীতে স্কুলের ওয়াল ভেঙ্গে নির্মান সামগ্রী চুরি
ঘোড়াঘাটে সেনাক্যাম্প স্থাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ঘোড়াঘাটে সেনাবাহিনীর বিনামূল্যে চিকি ৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ
জলঢাকায় দারিদ্র্য বিমোচনে সামাজিক নিরাপত্তা সেমিনার
শেরেবাংলা নগর থানায় নতুন ওসি
শ্যামনগরে নারী কৃষকদের দক্ষতা উন্নয়নে জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণ
বংশালে পেট্রল ঢেলে বাসে আগুন, গ্রেফতার ৩
মোরেলগঞ্জে উপজেলা পর্যায় ইভলভ্’র কর্মশালা অনুষ্ঠিত
ছিনতাইকারী আখ্যায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া মতিউর সম্পর্কে অজানা তথ্য
মোরেলগঞ্জে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন
নাইক্ষ্যংছড়িতে ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

এখন সত্য প্রকাশ ও মুক্ত গণমাধ্যম গড়ে তোলার সময়:- মহাপরিচালক পিআইবি

চট্টগ্রামে “রাষ্ট্র রূপান্তরের সময়ে সাংবাদিকতা” শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, আমাদের সংবাদমাধ্যমকে কর্পোরেট মুক্ত গণমাধ্যম হতে হবে। দেশের প্রায় সবগুলো গণমাধ্যম বড় বড় শিল্প গ্রুপের স্বার্থ রক্ষার জন্য কাজ করে। এখানে মুক্ত গণমাধ্যমের চর্চা করা যায় না। অনেক সময় তাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে সংবাদমাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে শিল্প মালিকরা। ২১ জানুয়ারি মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে ‘রাষ্ট্র রূপান্তরের সময়ে সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
চট্টগ্রাম মেট্টােপলিটন সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় প্রেস ইনস্টিটিউিট বাংলাদেশ (পিআইবি) চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা এসমস্ত মিডিয়ায় স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারেনা । তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য অনেক সময় মুক্ত সাংবাদিকতার পথে বাধা হয়ে দাঁড়ায়। এসব শিল্প গ্রুপের বিরুদ্ধে গেলেই তারা সেখানে হস্তক্ষেপ করেন এবং মুক্ত সাংবাদিকতাকে আটকে দেন।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, পুরনো স্টাইলের সাংবাদিকতা পরিহার করে আমাদেরকে স্বাধীন শক্তিশালী সংবাদমাধ্যম গড়ে তোলার লক্ষে কাজ করতে হবে। সংবাদমাধ্যম সবসময় গণমানুষের কন্ঠস্বর হিসেবে কাজ করে। এটি কখনো নির্দিষ্ট ব্যক্তি বা কোনো গোষ্ঠীর স্বার্থ রক্ষায় কাজ করেনা।
বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে সমস্ত মিডিয়াকে সরকারের মূখপাত্র বানিয়ে জনগণের কন্ঠস্বরকে রোধ করা হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, সরকার রাজনৈতিক ট্রাম্প কার্ড খেলে সংবাদমাধ্যমকে গণমানুষের মুখপত্র থেকে নিজের দলের এবং মতাদর্শের মানুষের মুখপত্র বানিয়েছিল।
বক্তারা বলেন, ৫ আগস্ট ২০২৪ বিপ্লব আমাদেরকে নতুন করে কথা বলার স্বাধীনতা এনে দিয়েছে । এখন আমাদের সত্য প্রকাশ করার সময়। স্বাধীন সাংবাদিকতার সত্য ধারণ করে মুক্ত গণমাধ্যম গড়ে তোলার সময়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বাংলাদেশ হাই কমিশনের নয়াদিল্লি প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচিঁ চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সামসুল হক হায়দারী, সাংবাদিক ওসমান গণি মনসুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আর রাজী, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের গণমাধ্যম সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সুমন রহমান। সভা পরিচালনা করেন পরিচালক অধ্যয়ন ও প্রশিক্ষণ ,পিআইবি পারভীন সুলতানা রাব্বী।

শেয়ার করুনঃ