
মোঃআশরাফুল আলম, দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের চৌহাটি, বাঁশপুকুর, কাজীপাড়ার মধ্যবর্তী স্থানে বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষের স্বেচ্ছাচারীতার বিরুদ্ধে প্রতিবাদ সভা। মঙ্গলবার বিকেল ৪টায় একপ্রতিবাদ সভা অনুষ্ঠিত।এতে সভাপত্বি করেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট্য সমাজসেবক মাষ্টার মোঃ এনামুল হক। এসময় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এস.এম নুরুজ্জামান আব্দুল্ল্যাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি ও বসতবাড়ি রক্ষা কমিটির সভাপতি মাহামুদুন্নবী সোহান, সহ-সভাপতি মোঃ মাহামুদুন্নবী মিলন, সাধারণ সম্পাদক সালমান মাহামুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হক, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আবু হানিফ এবং জীবন ও বসতভিটা রক্ষা কমিটির সভাপতি মোঃ মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক, সহ-সাধারণ সম্পাদক এসএম তানজিদ আলী, সহ-সাধারণ সম্পাদক হাসেম মোঃ আলী। ৩টি গ্রামের প্রায় ৪ হাজার নারী পুরুষ ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন।প্রতিবাদ সভায় ৫দফা দাবি বাস্তবায়নের মধ্যে রয়েছে; ১। অবৈধ্যভাবে ভূগর্ভে বিস্ফোরক ব্যভহারের কাণে সকল ক্ষতিগ্রস্থ বাড়িঘরের ক্ষতি পূরণ দিতে হবে; ২। ক্ষতিগ্রস্থ এলাকার সকল রাস্তাঘাট মেরামত করতে হবে। ৩। ক্ষতিগ্রস্থ এলাকার বেকার ছেলে ও মেয়েদের যোগ্যতা অনুযায়ী চাকুরী দিতে হবে। ৪। সি.এস.আর ফান্ড হতে সুবিধা বঞ্চিত অসহায় মানুষ সহ সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠিানকে আর্থিক সহযোগিতা করতে হবে। ৫। ক্ষতিগ্রস্থ সকল এলাকায় সুপেয় পানির সমস্যা সমাধারণ করতে হবে। এই বিষয়ে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মোবাইল ফোন গ্রহণ করেননি। পরিশেষে সভাপতি বলেন, আমাদের আজকের এই সমাবেশে ৫দফা দাবী মেনে না নিলে আগামীতে কঠোর থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। ঘেরাও করা হবে কয়লা খনি।