ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
একুশে পরিবহনে মোটরসাইকেল নিয়ে ধাওয়া,ঘটনাটি ডাকাতি নয় বলছে পুলিশ
পূর্ব শত্রুতার জেরে অটোরিক্সা চালক হত্যা,গ্রেফতার ২
পিলখানা হত্যাকাণ্ড: ক্ষতিপূরণসহ চাকরি পুনর্বহালের দাবি বিডিআর সদস্যদের
ক্লাস-পরীক্ষা বর্জন করে নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
শাহবাগে ফুলের দোকানে আগুন: ঝুলন্ত বৈদ্যুতিক সংযোগ ও হাইড্রোজেন সিলিন্ডার ছিল বিপদের কারণ
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
বাঞ্ছারামপুরে বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের

ঘোড়াঘাটে ২ বছরে বিষ পানে ২৩ জনের মৃত্যু

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট ( দিনাজপুর):
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বাড়িতে যত্রতত্র কীটনাশক
ব্যবহার করায় হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে কীটনাশক দ্রব্য।
বেড়েছে আত্মহত্যার সংখ্যা। কীটনাশক দ্রব্য ক্রয়-বিক্রয় ও সংরক্ষণে নানা ধরণের শাস্তির বিধান ও আইনের প্রয়োগ না থাকায় ঘোড়াঘাটে ব্যাঙ্গের ছাতার মত গড়ে উঠেছে কীটনাশকের দোকান। এদের অনেকের নেই বৈধ কোন লাইসেন্স। গ্রামগঞ্জে অনেকে মুদির দোকানেই কীটনাশক ও সার বিক্রয় করছে।এ সব দোকানে হরহামেশাই মিলছে কীটনাশক সহ বিভিন্ন রাসায়নিক
দ্রব্য। কৃষক ও খামারীরা প্রয়োজনের অধিক কীটনাশক এ সব
দোকান থেকে কিনছে। ব্যবহার শেষে এ সব কীটনাশকের অবশিষ্ট
অংশ বাড়িতে যত্রতত্র ফেলে রাখছেন তারা। ফলে হুমকিতে পড়ছে
স্বাস্থ্য ও পরিবেশ। আবার এ সব কীটনাশক খেয়ে আত্মহত্যার পথ
বেছে নিচ্ছে অনেকে।ঘোড়াঘাট উপজেলা কৃষি র্কমর্কতার র্কাযালয়ের তথ্য অনুযায়ী এই উপজেলায় লাইসেন্সধারী কীটনাশক বিক্রেতা আছে ১৩৬ জন। তার মধ্যে পাইকারী বিক্রেতা ১১ জন এবং খুচরা বিক্রেতা ১২৫ জন। দিনাজপুরের প্রত্যন্ত একটি উপজেলা ঘোড়াঘাট। ছোট এই উপজেলা ২০২৩ সালের জানুয়ারী থেকে ডিসেম্বর ও ২০২৪ সালের জানুয়ারী থেকে ডিসেম্বর র্পযন্ত বিষ পানে আত্মহত্যার ঘটনা ঘটেছে ২৩টি ঘটনায় গত ২ বছরে বিষ পানে মত্যুহয়েছে ২৩ জনের।তার মধ্যে পুরুষ ১০ জন এবং নারী ১৩ জন। এ সব আত্মহননকারীদের মধ্যে বিভিন্ন কীটনাশক এবং পুকুরে ব্যবহৃত ও ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়ে মারা গেছে ৭ জন পুরুষ এবং ৯ জন নারী। এই তথ্য নিশ্চিত করেছে
ঘোড়াঘাট থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য বিভাগ। এছাড়াও এই সময়ের মাঝে আরো ১৩ জন নারী ও ১০ জন পুরুষ কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। যথা সময়ে তাদেরকে হাসপাতালে র্ভতি করায়, তারা সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে।আত্মহত্যা করে মারা যাওয়া এবং কীটনাশক খেয়ে চিকি সা শেষে বেঁচে যাওয়া সকলেই পারিবারিক ও মানষিক বিভিন্ন সমস্যা থেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। পরিবারগুলো বলছে তারা রাগ ◌্অভিমানের বশে বাড়িতে হাতের নাগালে থাকা কীটনাশক ও গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলে। বিষয়টি নিয়ে ঘোড়াঘাটের সচেতন নাগরিক ও স্বাস্থ্য বিভাগের সমালোচনার তীর ছুঁড়ছে উপজেলা কৃষি বিভাগের দিকে। তারা বলছে কৃষি বিভাগের তদারকির অভাবে কীটনাশকের দোকান গুলোতে হরহামেশাই যে কোন বয়সের ব্যক্তি কীটনাশক দ্রব্য ক্রয় করতে পারে। ফলে এ সব কীটনাশক দ্রব্য আত্মহত্যার কাজে ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। ২০১৯ সালে সরকার মাঠ র্পযায়ে একটি পাইলট প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিল। এই প্রকল্পের আওতায় মানুষের স্বাস্থ্যের ক্ষতি বিবেচনায় কৃষি র্কমর্কতাদের প্রেসক্রিপশনের মাধ্যমে কীটনাশক ক্রয় বিক্রয়ের পরিকল্পনা ছিল। এই প্রকল্পটি সারা দেশে বাস্তবায়নের পরিকল্পনাও ছিল সরকারের। তবে উপজেলা র্পযায়ে এই প্রকল্পের বাস্তবায়ন সম্ভব হয়নি। কৃষি সংশ্লিষ্টরা মনে করেন এই প্রকল্প বাস্তবায়ন করা গেলে কীটনাশক ক্রয়- বিক্রয় ও সংরক্ষণে লাগাম টানা সম্ভব।ঘোড়াঘাট থানার ◌্অফিসার ইনর্চাজ (ওসি) আবুহাসান কবির বলেন, প্রতিমাসেই এই উপজেলায় আত্মহত্যার ঘটনা ঘটছে। এদের অধিকাংশই বিভিন্ন রাসায়নিক দ্রব্য পান করে আত্মহত্যা করেছে। আমরা বিট পুলিশিং র্কাযক্রমের মাধ্যমে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বাড়াচ্ছি। গ্রামে গ্রামে উঠোন বৈঠক করছি এবং স্কুল- কলেজে সচেতনতা র্কাযক্রম চালিয়ে যাচ্ছি। ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা র্কমর্কতা ডাঃ মেহিদী হাসান বলেন, ‘আমাদের হাসপাতালে প্রতি সপ্তাহে বিষপান করা রোগী র্ভতি হয়। এদের অনেকে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। যথা সময়ে রোগীকে হাসপাতালে নিয়ে আসলে প্রযোজনীয় চিকি সায় রোগীর প্রাণ রক্ষা করা সম্ভব হয়। অনেক ক্ষেত্রে বিষক্রিয়া রোগীর শরীরে পুরোপুরি ছড়িয়ে পড়ায় এবং উপজেলা র্পযায়ের হাসপাতাল গুলোতে ভেন্টিলেটর সুবিধা না থাকায় রোগীকে বাঁচানো সম্ভব হয়না।’ ঘোড়াঘাট উপজেলা কৃষির্কমর্কতা রফিকুজ্জামান বলেন, ‘লাইসেন্স
ছাড়া যদি কেউ কীটনাশক ক্রয়-বিক্রয় করে তবে আমরা মোবাইল
র্কোটের মাধ্যমে এ সব অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত
ব্যবস্থা করে থাকি। তবে কোন কৃষক যদি কীটনাশক কিনে নিয়ে গিয়ে বাড়িতে ফেলে রাখে। আর সেটা ব্যবহার করে যদি কেউ আত্মহত্যা করে, সে ক্ষেত্রে আমাদের কিছু করার নেই। এটি কৃষকের অসচেতনতার কারণে ঘটছে। কিটনাশক ক্রয়-বিক্রয়ে তেমন কোন আইন নেই। যে কেউ চাইলেই পরিমান মত কীটনাশক দোকান থেকে কিনতে পারেন।’

শেয়ার করুনঃ