ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
মহানবী সাঃ কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল
ভোলায় হাতবোমা-মাদকসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১২
নেত্রকোণা সরকারি কলেজের ঈদ পুনর্মিলনী
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন
ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর ২৩তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল শনিবার
তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত
বোয়ালমারীতে কুখ্যাত সন্ত্রাসী হাতকাটা শাহিদুল গ্রেপ্তার
কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ঈদ পুর্ণমিলন অনুষ্ঠান
নওগাঁর প্রবীণ রাজনীতিবিদ ফজলে রাব্বি মারা গেছেন
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সংবর্ধনা
খুলনায় যৌথ বাহিনীর হাতে গ্রেনেড বাবু আটক

কালীগঞ্জে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

রুবেল মিয়া লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ চামটাহাট বাজারের অবস্থিত মা ট্রেডার্স এর মালিক মোঃ খাইরুল ইসলাম (৩৮) নামের এক ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে তহিদুল নামের এক যুবকের বিরুদ্ধে।

তহিদুল ইসলাম উপজেলার মৌজা শাখাতী এলাকার নুরুল হকের ছেলে। মঙ্গলবার (২১) জানুয়ারী) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার চামটাহাটের পূর্বপাশ্বে অন্তরঙ্গ সিনেমা হল এলাকায় ওই ব্যবসায়ীর নির্মাণাধীন ব্যবসাপ্রতিষ্ঠানে হুমকি দেয়ার ঘটনা ঘটে।

জানা গেছে, কালীগঞ্জ থানাধীন মৌজা শাখাতী, চামটাহাট অন্তরঙ্গ সিনেমা হলের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তা সংলগ্ন দক্ষিণ পার্শ্বে নুরুল হকের ৪২ শতক জমি দুই বছর পুর্বে ক্রয় করেন মা ট্রেডার্সের মালিক খাইরুল ইসলাম ।

উক্ত জমি ক্রয় করার পর ওই জমিতে বিল্ডিং ঘরসহ ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করিয়া আসিতেছে ওই ব্যবসায়ী । উক্ত জমিতে বিল্ডিং ঘরসহ ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করা অবস্থায় নুরুল হকের ছেলে তহিদুল ইসলাম ৫/৭ মাস পূর্ব হইতে ক্রয়কৃত জমিতে আসিয়া এক লক্ষ টাকা চাঁদা দাবী করেন। তার দাবীকৃত টাকা না দেয়ায় তহিদুল ২১ জানুয়ারী সকাল সাড়ে ৯ টার দিকে উক্ত জমিতে থাকা বিল্ডিং ঘরের কাজ করানো অবস্থায় তহিদুল ধারালো ছোড়া হাতে নিয়ে উক্ত জমিতে আসিয়া আবারও পূর্বের ন্যায় এক লক্ষ টাকা দাবী করে। টাকা না দিলে কাজ করার জন্য বাধা নিষেধ করে তহিদুল ।

একপর্যায়ে তহিদুলের সাথে ব্যবসায়ী খাইরুল ইসলামের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তহিদুল ওই ব্যবসায়ীকে প্রাণ নাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি। এ ব্যাপারে অভিযুক্ত তহিদুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয় তহিদুলের বাবা নুরুল হক বলেন, ছেলেটা আমার নেশা করে আমাকেও মারধর করে আমি এখন কি করি। জমি বিক্রি করা টাকা পেয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন টাকা বুঝে নিয়ে তারপর দলিলে সাক্ষর করেছি।

এ বিষয়ে মা ট্রেডার্সের মালিক বিশিষ্ট ব্যবসায়ী খাইরুল ইসলাম বলেন, নুরুল হকের নিকট জমি দলিল করে নেয়ার দুবছর হয়েছে, টাকাও পরিশোধ করেছি। তারপরও তার ছেলে তহিদুল নেশা করে আমার কাছে টাকা দাবী করতেছে আজ সকালে আবার আমাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে।আমি এর বিচার চাই। এ বিষয় থানায় কোন অভিযোগ করেছে কি না এমন প্রশ্নের জবাবে ওই ব্যবসায়ী বলেন, মামলার প্রস্তুতি চলছে ।

শেয়ার করুনঃ