ঢাকা, বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজধানীতে আ. লীগের তিন নেতাকর্মী গ্রেফতার
বোদায় বাংলাদেশ স্কাউটস দিবস পালিত
৪৭ লক্ষাধিক টাকার বিপুল ইয়াবাসহ গ্রেফতার নারী মাদক কারবারি
১৩৫ কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ: শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেফতার
পারিবারিক ঝগড়ার দু’বছর পর খুন,২৪ ঘণ্টায় গ্রেফতার আসামি মাসুদ
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা পবিপ্রবির সিট প্ল্যান প্রকাশ
দোছড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া-বিদায় অনুষ্ঠান সম্পন্ন
সুন্দরবনের ১১০ কেজি হরিণের মাংসসহ ১ শিকারী আটক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফুলবাড়ী উপজেলার আহ্বায়ক হাই-সদস্য সচিব শাওন
চট্রগ্রামের বহিঃনোঙ্গরে ৩হাজার ইয়াবা ও অস্ত্রসহ আটক ২
সুন্দরবনে ১১০ কেজি হরিণের মাংসসহ ১জন গ্রেফতার
গোলপ জারবেরার রাজ্যে নতুন সংযোজন ‘নন্দিনী’
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ৫ হাজার স্বেচ্ছাসেবী যুক্ত করা হবে:ডিএনসিসি প্রশাসক
অপহরণের নাটক সাজিয়ে অভিনব কায়দায় প্রতারণা: মা ও মেয়ে গ্রেফতার

বোদার সিমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, বিজিবির হাতে আটক ৮ জন

মোঃ কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী সীমান্ত থেকে ৮ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬ বিজিবির) নীলফামারী ব্যাটালিয়নের সদস্যরা। তাদের মধ্যে ৩জন শিশু থাকায় গতকাল সোমবার (২০ জানুয়ারী) সকাল ১০টার দিকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটকরা হলেন- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ছোট চন্ডীপুর গ্রামের জিতেন্দ্র নাথ রায়ের ছেলে বিশ^জিত রায় (২৭), বিশ্বজিত রায়ের স্ত্রী খুশি রায় (২৩) ও তার ছেলে প্রানাভি রায় (৩), একই জেলার কাহারোল উপজেলার তেলিয়ান গ্রামের শ্রী ভবেস রায়ের ছেলে শ্রী রতন রায় (৩০), রতন রায়ের স্ত্রী চন্দনা রাণী রায় (২৮), তার ছেলে শ্রী সমর রায় (১০) ও মেয়ে চুমকা রাণী রায়(৮)। অপরদিকে পঞ্চগড়ের বোদা উপাজেলার উৎকুড়া গ্রামের ধমেশ্বর রায়ের ছেলে শ্রী সুজন রায় (২১)। এর আগে, রাত প্রায় ১টার দিকে বোদা থানাধীন বড়শশী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৭৭/৬-এস হতে ১০০ গজ বাংলাদেশের ভেতরে কাজীপাড়া সীমান্ত এলাকা থেকে এদেরকে আটক করা হয়। বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বোদা থানার বড়শশী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৭৭/৬-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজীপাড়া এলাকা দিয়ে রাত ১২টা ৫০ মিনিটে বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের খবর পাওয়া যায়। সাথে সাথে অধীনস্থ বড়শশী বিওপির একটি চৌকষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের প্রাক্কালে ৮ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ব্যক্তিগত ৩টি মোবাইল ফোন এবং বাংলাদেশি নগদ ৪ হাজার ৫৮৪/- টাকা পাওয়া যায়। আটকের পর তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে একাধিক দালাল চক্রের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার টাকা চুক্তিতে ভারতে যেতে সীমান্ত এলাকায় এসেছেন।নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোঃ বদরুদ্দোজা বলেন, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীদের আইনের আওতায় আনার লক্ষে সদা তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় বোদা থানার বড়শশী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ চেষ্টা করলে আমাদের টহল দল তাদের সীমান্ত এলাকা থেকে আটক করেছে। আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, দালালের মাধ্যমে এক লাখ ৩০ হাজার টাকার বিনিময়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এ ঘটনায় বোদা থানায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ব্যক্তিগত ৩টি মোবাইল ফোন এবং বাংলাদেশি নগদ ৪ হাজার ৫৮৪ টাকাসহ জেলার বোদা থানায় সোপর্দ করা করা হয়েছে। তিনি আরও বলেন, আটকদের মধ্যে ৩জন শিশু থাকায় তাদের কাছ মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বোদা থানার ওসি তদন্ত রেদয়ানুল হক মন্ডল জানান, অবৈধ পথে ৮ জন বাংলাদেশী বোদা উপজেলার বড়শশী সিমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছি এসময় তাদের বিজিবি টহলদল আটক করে বোদা থানায় সোপর্দ করে। এদের মধ্যে ৩ জন শিশু হাওয়ায় তাদের মচলেকা দিয়ে পরিবারের সদস্যদের মাঝে দিয়ে দেওয়া হয়েছে। বাকি ৫ জনের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে গতকাল সোমবার বিকেলে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুনঃ