ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচনী মনোনয়ন ফরম বিক্রি শুরু

মোংলা প্রতিনিধি:মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় মোংলা বন্দর কর্তৃপক্ষের ৩য় তলায় ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়।

সরেজমিনে দেখা গেছে, মনোনয়ন ফরম কিনতে সকাল থেকেই আগ্রহী মনোনয়ন প্রত্যাশীরা কার্যালয়ের সামনে আসছেন। সেখান থেকে একজন কিংবা তার প্রতিনিধি ভেতরে প্রবেশ করে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। আইশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহনও করা হয়েছে।

কার্যালয়ের ভেতরে দেখা গেছে, কার্যালয়ের তৃতীয় তলায় ঢাকা,খুলনা, বরিশাল, চট্রগ্রামসহ সকল বিভাগের মনোনয়ন ফরম সংগ্রহ করছেন প্রত্যাশীরা।

মনোনয়ন ফরম সংগ্রহের নিয়মের ব্যাপারে জানানো হয়েছে, আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং মোবাইল নম্বর ও পদবী পরিচয় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। পদ ভিক্তিক প্রতিটি আবেদনপত্রের দাম ২হাজার ৫শ থেকে ৮হাজার টাকা করা হয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. নুর উদ্দিন হোসেন টুটুল বলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন আগামী ১১ই ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও আগামী বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. মহাসীন পাটোয়ারী বলেন, কর্মচারী সংঘের নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। সাধারণ ভোটাররা তাদের পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট দেবে। রায় যা আসবে, তা সবাইকে মেনে নিতে হবে।মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচনের সভাপতি পদে মনোনয়ন ফরম কিনে মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক পরিদর্শক মো. জামাল উদ্দিন জাহিদ বলেন, আমরা সুষ্ঠু পরিবেশেই মনোনয়ন সংগ্রহ করছি। আশা করি আগামী নির্বাচন সুষ্ঠুই হবে ইনশাল্লাহ। এ নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হবো বলে আমি আশাবাদী।

উল্লেখ্য, তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে কেন্দ্রীয় বিএনপি’র গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ