নোয়াখালীর চাটখিলে ইয়াবাসহ দুই নারী মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়,উপজেলার শাহাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের প্রসাদপুর গ্রামের ইসমাইল পালের বাড়ীতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৬ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের আসমা বেগম (৩৪) এবং চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের পারভীন আক্তার (৪০)।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফিরোজ উদ্দিন বলেন,'গোপন সংবাদের ভিত্তিতে দুজন আসামীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এক হাজার ছয়শত পিস ইয়াবাট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া মাদক উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।'
ডিআই/এসকে