
ভোলায় মাঝ নদীতে ২৮৫ যাত্রী নিয়ে আটকে পড়া যাত্রীবাহী লঞ্চ এমভি আল ওয়ালী-৪ কে সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড।
সোমবার (২০ জানুয়ারি) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন,রবিবার আনুমানিক রাত ১১ টায় ভোলার ইলিশা ঘাট হতে এমভি আলওয়ালী-৪ নামক একটি যাত্রীবাহী লঞ্চ ২৮৫ জন যাত্রী ও ৩৫ জন ক্রুসহ ঢাকার উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করে। যাত্রা শুরুর কিছুক্ষণ পর লঞ্চটি ডুবোচরে আটকে যায়। আটকে পড়া যাত্রীবাহী লঞ্চের মাস্টার তাৎক্ষণিক ভাবে কোস্ট গার্ডের শরণাপন্ন হন। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল অতি দ্রুত ঘটনাস্থলে পৌছায়।
ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল পূবালি-৫ নামক লঞ্চ মালিকের সাথে তৎক্ষণাৎ যোগাযোগ করে লঞ্চটিকে ডুবো চরে আটকে যাওয়া এমভি আল ওয়ালী-৪ লঞ্চের পাশে নিয়ে আসে এবং সাইড টোইং এর মাধ্যমে চর থেকে নিরাপদ স্থানে স্থানান্তরের ব্যবস্থা করে। পরবর্তীতে লঞ্চটি পুনরায় ঢাকার উদ্দেশ্য যাত্রা শুরু করে।
তিনি আরও বলেন,বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সমূহে প্রতিনিয়তই কোস্ট গার্ড এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম করে আসছে এবং ভবিষ্যাতেও তা অব্যাহত থাকবে।
ডিআই/এসকে