বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর গভার্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়, সাবেক ফুটবল খেলোয়ার, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদকে গণসংবর্ধনা দিয়েছে। সোমবার (২০ -জানুয়ারি) বিকালে পঞ্চগড় জেলা শহরের শের-ই-বাংলা পার্ক মুক্তমঞ্চে এ সংবর্ধনার আয়োজন করে জেলা ফুটবল খেলোয়াড় কল্যান সমিতি ও জেলা ফুটবল কোচ এসোসিয়েশন। পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক মোঃ জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন রনিকের সঞ্চালনায়,
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আদম সুফি, পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, পৌর বিএনপির সাধারন সম্পাদক এম এ বারি ও বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিকদলের নেতাকর্মীরা ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।