
কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজারে মসজিদ মার্কেটে আবু রোবান বাপ্পির দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে গর্জনিয়া ফাঁড়ী পুলিশ। তার নাম মোঃ আবু তাহের (৪৫) সে ইউনিয়নের ফাক্রির কাটা গ্রামের মকবুল আহমদের ছেলে।
সোমবার(২০ জানুয়ারী) দুপুরে গর্জনিয়া বাজার এলাকা থেকে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজেশ বড়ূয়া নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানান,গত শুক্রবার (১৭ জানুয়ারী) সকালে পারিবারিক সমস্যার জেরে বাপ্পির দোকানে তার মামা ও ভাইয়ে নির্দেশে হামলা ও লুটপাট চালায়। এ ঘটনায় বাপ্পি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগটি পুলিশ যাচাই-বাছাই করে নিয়মিত মামলা রুজু করেন।
ফাঁড়ী পুলিশের আইসি রাজেশ বড়ূয়া সাংবাদিকদের জানান সোমবার দুপুরে আবু রোবান বাপ্পির মালিকানাধীন আম্মাজান বোরকা হাউস নামের দোকানে আসামী আবু তাহের ও আবু রাজিবসহ কয়েকজন আবারও আর একদফা হামলা চালায় এ-সময় পুলিশ দ্রুত ঘটনা স্থল পৌঁছে আবু তাহেরকে গ্রেপ্তার করলে অপরাপর আসামিরা পালিয়ে যায়।
আবু রোবান বাপ্পি জানান শুক্রবার তার দোকানে হামলা করে গ্লাস ভাংচুর ও মালামাল লুটপাট করে কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতি করে। তিনি ওই দিন আইনগত ব্যবস্থাগ্রহণ করতে থানায় অভিযোগ দায়ের করেন। সোমবার ফের হামলা চালায় তখন তিনি পুলিশকে অবহিত করেন।