
যশোরের শার্শা উপজেলার বেনাপোলের কাগজপুকুর নামক স্থানে বাবার সাথে দেখা করে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় স্টার ডিলাক্স পরিবহনের চাকায় পিষ্ট হয়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৫ নভেম্বর) আনুমানিক সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে বলে পোর্ট থানার এসআই শংকর জানান।
নিহত কিশোরের নাম রাজবাবু (১৫)। রাজবাবু বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের মনির হোসেনের ছেলে।
রাজবাবুর পিতা মনির হোসেন জানান, ‘আমি বাইপাস সড়কে কাজ করছিলাম। একটি দরকারের জন্য ছেলে রাজবাবুকে ফোনে ডেকে নিয়ে আসি। দরকার মিটিয়ে বাড়ি ফেরার পথে কাগজপুকুরে রাস্তা পার হওয়ার জন্য পাশে দাঁড়িয়েছিল সে। এ সময় স্টার ডিলাক্স নামে একটি পরিবহন পেছন দিক থেকে এসে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ঘটনাটি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে আসে এবং মৃতদেহটি থানায় নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া।