ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

আখাউড়া সিমান্ত দিয়ে ঢাকায় অর্ধ কোটি টাকার কসমেটিকস জব্দ,গ্রেফতার এক

রাজধানীর বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ কসমেটিকস পণ্য জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ।

অভিযানে ফিরোজ আলম বাবু (৩৭) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করা।

সোমবার (২০ জানুয়ারি ) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবি তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিজানুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন,রাজধানীর বনশ্রীতে অভিযান চালিয়ে গ্রেফতারকৃত ফিরোজের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস রয়েছে। পাশাপাশি তার বাবসার সামনে কসমেটিকস লোড করার সময়ে একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। এই সকল পণ্য আখাউড়া সিমান্ত দিয়ে চোরাই পথে আনা হয়েছে। যার মধ্যে শরীরের রঙ ফরসাকারী চার ধরনের পণ্য রয়েছে। যার সংখ্যা ২৫ হাজারের বেশি। এর আনুমানিক বাজারমূল্য ৪৮ লাখ টাকা।

এই পণ্যে আনুমানিক ৬ লাখ টাকা শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে। এই তথ্য স্থানীয় ভাবে যাচাই করেছে ডিবি।

তিনি আরও বলেন,মূলত এই পণ্যগুলো দেশের স্থানীয় বাজারে ও অনলাইনে বিক্রি করা হতো। এই সকল পণ্যের গুনগত মান যাচাইয়ের সুযোগ থাকছে না। কারণ এই পণ্য কোথায় কারা তৈরি করেছে এবং পণ্যের মান যাচাই করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠাসের সেই সুযোগ থাকছে না। ফলে গ্রাহকদের ক্ষতি আশংকা থেকে যাচ্ছে।

বিভিন্ন সময় চোরাইমাল আটক হয় কিন্তু এর সঙ্গে জড়িত মূলহোতারা আড়ালে থাকছে। হোতাদের গ্রেফতারের বিষয় জানতে চাইলে ডিসি মিজান বলেন, গ্রেফতার ফিরোজ আমাদের জানিয়েছেন একটি চক্রের মাধ্যমে স্থলবন্দর এড়িয়ে সিমান্ত দিয়ে আসে। পরে সেটি ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে যায়। তবে এ ক্ষেত্রে স্থানীয় কিছু লোক জড়িত আছে। এই চক্রের প্রতিটি ধাপে ধাপে লোক আছে। এই চোরাচালানে একটি চেইন মেনে করা হয়। আমাদের যে মামলা নিয়েছি সেটার তদন্তে বেড়িয়ে আসবে। এবং এর মূলহোতাকে গ্রেফতার করা হবে।

সীমান্তে কোনো দূর্বলতা আছে কি না জানতে চাইলে তিনি বলেন,আমাদের সিমান্তে বিজিবি আছে। তারা সিমান্ত সুরক্ষায় কাজ করছে। আপনারা জানেন দেশের তিন দিক দিয়ে ভারতের সিঙ্গে সিমান্ত। এই বিশাল সিমান্তটি বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী সুরক্ষা দিচ্ছে। তবে যারা অপরাধী তারা ভিন্ন ভিন্ন কৌশল থাকে এবং তারা সময়ের সঙ্গে সেই কৌশল পরিবর্তন করে।

অভিযানের নেতৃত্ব দিয়েছেন ডিবি-তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মোরশেদুল হাসান।

গ্রেফতার আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ডিবির এ কর্মকর্তা।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ