
গত ১৯ জানুয়ারি ২০২৫ রবিবার
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপনের অংশ হিসেবে জেলা প্রশাসন খুলনার আয়োজনে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ জেলা স্টেডিয়াম, খুলনাতে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম।অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) এবং (উন্নয়ন ও মানবসম্পদ) জনাব নুরুল হাই মোহাম্মদ আনাছ, বিপিএএ, মিলন সাহা, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা,
মহেশ্বর মন্ডল, নেজারত ডেপুটি কালেক্টর, জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা, জনাব রুবায়েত আহমেদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা, জনাব মোঃ বকতিয়ার রহমান গাজী, জেলা ক্রীড়া কর্মকর্তা, খুলনা।
প্রতিযোগিতার শুরুতে জেলা প্রশাসন খুলনার নিয়ন্ত্রণাধীন খুলনা সার্কিট হাউজের নিবেদিত প্রাণ কর্মচারী মো: জহিরুল ইসলাম এর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।পরে প্রধান অতিথি জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা এবং সভাপতি ক্রীড়া পতাকা উত্তোলন করেন।পরবর্তীতে প্রধান অতিথি বেলুন ও ফেস্টুন উড়িয়ে
জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর শুভ উদ্বোধন করেন।এবং খেলা শেষে প্রতিযোগিতা অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।