
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নারীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে। উপজেলার কোলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু কালাম এর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী মনিপাড়া সংলগ্ন এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ছাতিয়ানতলী মনিপাড়া এলাকায় পূজা মন্ডবে রতন খাঁন গেলে কালাম মেম্বার বলে তোমাদের সাথে আবুল গংদের যে মামলাটা ছিলো। তা আদালত থেকে উঠিয়ে নিয়ে এসেছো তাহলে তা নিয়ে কেন থানা থেকে পুলিশ আসে। এ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রতন খাঁনকে আবুল গাং মারতে আসে। তা তার ভাতিজার বউ দেখে ভিডিও করলে তাকে অশ্লীল ভাষায় কালাম মেম্বর ও আবুল গং গালিগালাজ করে। একপর্যায়ে তাকে মারধর করতে তেড়ে আসলে স্থানীয়রা থামিয়ে দেয়।
রতন খাঁন অভিযোগ করে বলেন, আমিও পূজা মন্ডপে যাই ওরাও আসে। সে জায়গায় ওনারা আমাকে মারধর করতে আসলে আমার ভাতিজার বউ ভিডিও করতে গেলে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। আমাকে ঘরের ভিতরে তেড়ে আসে মারধর করতে। স্থানীয়রা থামিয়ে দেয় একপর্যায়ে কালাম মেম্বার ও আবুল আমাকে মারধোর ও প্রাণনাশের হুমকি দেয়।
এ বিষয়ে অভিযুক্ত কোলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু কালাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ওই জায়গায় অনেক লোক ছিলো কথা কাটাকাটি হয়েছে কিন্তু আমি অশ্লীল ভাষায় গালিগালাজ করিনি। তারা আমাদের কাছে ভিডিও ফুটেজ দিয়েছে আপনি অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন এ বিষয়ে সে বলে আমি আপনাদের সাথে দেখা করে বক্তব্য দিবো।
এ বিষয়ে কোলা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। আমাকে এই বিষয়ে তারা কেউই জানায় নাই আমি খোঁজ নিয়ে পরে জানাবো।