
১৯ জানুয়ারি (রবিবার) কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন ঢাকা (কে এস ডব্লিউ এ ডি ) এর সভাপতি হলেন মোঃ ইমন মিয়া ও সাধারন সম্পাদক মোঃ আল আমিন। সাধারন শিক্ষার্থীদের পড়াশোনা অগ্রগতি ও আর্থিক সমস্যা সমাধানে পাশে দাড়ানোর প্রত্যয় নিয়ে সংগঠনটি ২০০১ সালে যাত্রা শুরু করে।
১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে সিনিয়র সহ সভাপতি করা হয়েছে আবদুল্লাহ আল মামুনকে। এছাড়া সহ সভাপতি শামদুদ্দোহা শাওন, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আসিফ আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আশিক মাহমুদ, প্রচার সম্পাদক সানজিদা সুলতানা, দপ্তর সম্পাদক শামসুদ্দোহা শাকিল, সদস্য – হাসিব সোহেল, আব্দুল ওহাব ও তৌহিদ হোসাইন তুষার নির্বাচিত হয়েছেন।
সভাপতি ইমন ও সাধারণ সম্পাদক আল আমিন বলেন, কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন ঢাকা (কেএসডব্লিউএডি) উত্তরের সীমান্তঘেষা জনপদ ‘কুড়িগ্রাম’ থেকে ঢাকায় পড়তে আসা সহস্র শিক্ষার্থীর আবেগ ও ভালোবাসার প্লাটফর্ম।অসহায় ও মেধাবীদের বিশ্ববিদ্যালয় ভর্তিতে আর্থিক সহায়তা, সহ-শিক্ষা কার্যক্রম ও বিভিন্ন দূর্যোগে কুড়িগ্রামে ক্ষতিগ্রস্থের পাশে দাঁড়ানোসহ ধারাবাহিক অসংখ্য কাজ করে আসছে কেএসডব্লিউএডি। আমাদের সংগঠন সবসময় শিক্ষার্থীদের প্রয়োজনীয় মানসিক ও সামাজিক সমর্থন প্রদান করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।