
রাজধানীর বাবুবাজার ব্রীজ এলাকায় বাসসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায়ের অভিযোগে আদায়কৃত টাকাসহ তিন চাঁদাবাজকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম-মো.জহিরুল হক (অমি)(৩৭), মো. সুমন মিয়া(৪৩) ও মো.আশিকুল ইসলাম (৩০)।
শনিবার (১৮ জানুয়ারি ) বিকাল সাড়ে ৫ টায় বাবুবাজার ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
রবিবার (১৯ জানুয়ারি) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
কোতয়ালী থানা সূত্রে জানা যায়,শনিবার বিকেলে থানার একটি টহল টিম সংবাদ পায়,বাবুবাজার ব্রীজ এলাকায় কয়েকজন চাঁদাবাজ ভয়-ভীতি দেখিয়ে বাসসহ বিভিন্ন যানবাহন থেকে অবৈধভাবে প্রকাশ্যে চাঁদা আদায় করছে।
এমন সংবাদের ভিত্তিতে বিকাল সাড়ে ৫ টায় থানার টহল টিম সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে জহিরুল,সুমন ও আশিকুলকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে বাসসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজির মাধ্যমে আদায়কৃত মোট আট হাজার একশত পঞ্চাশ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্রে আরো জানা যায়,গ্রেফতারকৃতরা বেশ কিছুদিন যাবৎ বাবুবাজার ব্রীজ এলাকায় বাসসহ,মিনিবাস,ট্রাক, পিকআপ,ভ্যানগাড়ি ও যাত্রীবাহী সিএনজি চালকদের নিকট হতে ভয়-ভীতি দেখিয়ে অবৈধভাবে প্রকাশ্যে চাঁদা আদায় করে আসছিলো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার নিবিড় তদন্ত অব্যাহত রয়েছে।
ডিআই/এসকে