
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ জেলার ৪টি আসনে কারা পাচ্ছেন আ.লীগের মনোনয়ন ? এ নিয়ে এখন সর্বত্র চলছে আলোচনা। জেলার বিভিন্ন উপজেলার হাটবাজার, দোকান পাট ও বিভিন্ন যানবাহনে প্রার্থীদের নিয়ে চলছে চুল ছেড়া বিশ্লেষন। তবে জেলার ৪টি আসনে কারা হচ্ছেন নৌকার মাঝি সেটা জানা যাবে আজ বা কাল।
জানা যায়, এবার দ্বাদশ নির্বাচনে জনপ্রিয় প্রার্থীদের অগ্রাধিকার দিয়েছে আওয়ামীলীগ। যে কারনে হবিগঞ্জ জেলার ৪টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন ৬ জন প্রার্থী। গতকাল শুক্রবার রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
প্রার্থীরা হলেন, হবিগঞ্জ -১ (বাহুবল-নবীগঞ্জ) আসনে সাবেক সংরক্ষিত আসনের এমপি এডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া ও জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান এমপি এডভোকেট আব্দুল মজিদ খান ও সাবেক এমপি মরহুম শরীফ উদ্দিন আহমেদ-এর ছেলে জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।
হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই ও শায়েস্তাগঞ্জ) জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান এমপি এডভোকেট আলহাজ¦ এডভোকেট মোঃ আবু জাহির ও হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বর্তমান বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী এমপি। তবে যে কোন সময় প্রার্থী পরিবর্তন করে অন্য কাউকে মনোনয়ন দিতে পারে বলেও সূত্রটি নিশ্চিত করেছে।এর আগে গত ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জেলার ৪টি আসন থেকে ৩৫ জন প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন পত্র জমা দেন। এরপর থেকেই নৌকা প্রতীক পেতে কেন্দ্রীয় নেতাদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। করছেন জোর লবিং-তদবির।এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে হবিগঞ্জ জেলাজুড়ে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসব-আমেজ। প্রার্থীরা ঢাকায় অবস্থান করায় মিছিল সহকারে তাদের বরনের অপেক্ষায় রয়েছেন নেতা-কর্মীরা।