
নুরুল আমিন ভূইয়া দুলাল নিজস্ব প্রতিবেদক॥ লক্ষ্মীপুরে ১৮ জানুয়ারী নির্মাণ শ্রমিকদের দাবী দিবস উপলক্ষে র্যালী, মানববন্ধন ও সমাবেশ করেছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ এর লক্ষ্মীপুর জেলা শাখা। গতকাল শনিবার বিকেলে তেমুহনী এলাকাস্থ কার্যালয়ের সম্মুখ থেকে শ্রমিকদের একটি বিশাল র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রেসক্লাবের সামনে ১২ দফা দাবীতে দুই ঘন্টা ব্যাপী মানববন্ধন ও সমাবেশে অংশ নেন বিপুল সংখ্যক ইমারত নির্মাণ শ্রমিকরা।
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ এর লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি গোলাম সারোয়ার সাওয়ন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি অভি দাস এবং প্রধান বক্তা ছিলেন, সাধারণ সম্পাদক মো: নূর আলম। এ সময় ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবীর প্রতি সংহতি প্রকাশ করে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আবুল হাশেম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোমিন উল্যা পাটোয়ারী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক আব্দুর রহিম আসাদ।