
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে “বিশেষ কম্বিং অপারেশন- ২০২৫” এর প্রথম ধাপের ৭ম দিনে অভিযান পরিচালনা করে অবৈধ ৩ লক্ষ মিটার বেড় জাল, চরঘেরা জাল, বেহুন্দি জাল জব্দ করে হয়েছে। শনিবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার রাবনাবাদ নদী, জাহাজ মারা, সোনারচর ও বঙ্গোপসাগরের মোহনায় অভিযান পরিচালনায় করে উপজেলা মৎস্য বিভাগ। এতে অবৈধ ৩ লক্ষ মিটার বেড় জাল, চরঘেরা জাল, বেহুন্দি জাল জব্দ করা হয় যাহার আনুমানিক মূল্য ঃ ৬লক্ষ টাকা। পরে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম এর নির্দেশনায় মৎস্য বিভাগ ও রাঙ্গাবালী থানা পুলিশ এর সহযোগিতায় অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
অভিযানকালে রাঙ্গাবালী উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন রাজু, রাঙ্গাবালী থানা এএসআই মোঃ মামুন, অফিস সহকারী মোঃ নেছার উদ্দিন, এসএম জাহিদুল ইসলাম- সহ অত্র দপ্তরের সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। মৎস্য সম্পদ সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।