
নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারী (শনিবার) বিকালে তিতার পাড়া নুরানি তালিমুল কোরআন মাদ্রারাসার মাঠে ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক নুরুল আলম ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলোতের মাধ্যমে শুরু হওয়া কর্মী সমাবেশ প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা ওলামা দলের সভাপতি মওলানা মোঃ ইলিয়াস, উদ্বোধক ছিলেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মওলানা ক্বারি আব্বাস আলী,প্রধান বক্তা ছিলেন কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইমুনুল হক মামুন,বিশেষ অতিথি ছিলেন উপজেলা ওলামা দলের সাংগঠনিক সম্পাদক মওলানা হাফেজ মোঃ ছানা উল্লাহ,ইউনিয়ন ওলামা দলের সদস্য সচিব লিয়াকত আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুল আমিন,বিএনপি নেতা জাফর আলম,
মনির আহাম্মদ, কৃষক দল নেতা মোঃ পেঠানসহ ৯ ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে উপজেলা ওলামা দলের সভাপতি মওলানা মোঃ ইলিয়াস ও সাধারণ সম্পাদক মওলানা ক্বারি আব্বাস আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কচ্ছপিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী ওলামা দলের ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন। উক্ত কমিটিতে মওলানা নুরুল আলম ছিদ্দিকীকে সভাপতি, মওলানা নুরুল হক সিনিয়র সহ-সভাপতি, লিয়াকত আলী সাধারণ সম্পাদক, মওলানা ফরিদুল আলম মন্নানকে সহ-সাধারণ সম্পাদক, ফরিদুল আলম সাংগঠনিক সম্পাদক, আব্দুর রহিম সহ-সাংগঠনিক সম্পাদক, মওলানা আব্দুস ছালামকে
দপ্তর সম্পাদক করে ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন।