বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ তারুণের উৎসব উদযাপন উপলক্ষে পঞ্চগড়ের বোদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্ত ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে।শনিবার (১৮ জানুয়ারী) বিকালে জেলার বোদা উপজেলার বোদা সদর ইউনিয়নের সনকাইপাড়া মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আন্ত ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের খেলা উদ্বোধন করেন বাফুফের ডেপুটি চেয়ারম্যান,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো. ফরহাদ হোসেন আজাদ।উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এস এম ফুয়াদ, বোদা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ (শিষা), উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান, আবু বক্কর সিদ্দিক মহব্বত, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তৌফিজ উদ্দিন ও উপজেলা ছাত্র দলের আহবায়ক রায়হানুল আলম প্রধান রিয়েল।উদ্বোধনী খেলায় বোদা সদর ইউনিয়ন ও কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন ফুটবল দল অংশ নেয়।
এই টুর্ণামেন্টের বোদা উপজেলার ১০টি ইউনিয়ন ফুটবল দর ও ১টি পৌরসভা ফুটবল দল অংশ নিচ্ছে।অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাগত বক্তব্য দিয়ে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন। এ সময় গ্রামীণ জনপদের বিপুল সংখ্যক মানুষ তাদের জনপ্রিয় ফুটবল খেলা উপভোগ করেন।