
নাজিম সরদার খুলনা সদর সংবাদাতা: কেএমপি ডিবির অভিযানে খুলনা সদর থানা এলাকায় সোহেল নামে এক যুবককে হত্যা মামলায় এজাহার দুই নং আসামী শেখ ফাকাব্বির সীন(২২) কে গ্রেফতার করা হয়েছে। গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় মোঃ সোহেল (৩০) কে খুলনা সদর থানাধীন হোল্ডিং নং-৪৩, হাজী মহাসিন রোডস্থ মেসার্স এম হোসেন এন্টার প্রাইজ ফ্লেক্সিলোড দোকানের সামনে এলোপাতাড়িভাবে গুলি বর্ষণ শুরু করে ও ধারালো ছুরি দিয়ে হত্যা করে। পরবর্তীতে খুলনা মহানগর ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক তৈমুর ইসলামের এর নেতৃত্ব একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জানুয়ারি চট্টগ্রাম এর খুলশী এলাকা হতে এজাহারনামীয় ২ নাম্বার আসামী শেখ ফাকাব্বির সীন(২২), পিতা-শেখ তোফাজ্জল হোসেন, মাতা-হোসনেয়ারা খাতুন, সাং-টুটপাড়া কবরখানার পাশে ৪তলা ভবন, থানা-খুলনা সদর, মহানগর খুলনা’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শেখ ফাকাব্বির সীন(২২) এর বিরুদ্ধে ইতোপূর্বে খুলনা সদর থানার মামলা নং-৪৭,তাং-৩০/০১/২০২৪,ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/ ৩৭৯/৫০৬ পেনাল কোড রয়েছে। গ্রেফতারকৃত আসামী একজন অত্যন্ত দুর্ধর্ষ ও সন্ত্রাসী প্রকৃতির এবং চাঁদাবাজীর অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে কেএমপি সূত্রে জানাযায়।