
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে ১নং
বীরবেতাগৈর ইউনিয়নে এক রাতে ৪টি বাড়িতে মাটির নিচ দিয়ে বিশেষ কায়দায় সিঁদ কেটে মোবাইল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে বীরবেতাগৈর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বীরকামট খালী গ্রামে এ চুরির ঘটনা ঘটে।এসময় সংঘবদ্ধ চোরচক্র ৩ টি অ্যানড্রয়েড মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।ভুক্তভোগী ফারুকের পিতা দুলাল ফকির জানান,শুক্রবার দিবাগত গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল আমাদের বাড়ির ফারুক,রশিদ ফকির,মুর্শিদ ফকির ও রমজান ফকিরের ঘরে সিঁদ কেটে ভিতরে প্রবেশ করে। তিনি বলেন,রাত ৩ টার দিকে
ঘুম থেকে জেগে উঠে দেখি ৪ টি ঘরে সিঁদ কাটা।এসময় চোরচক্র ৩ টি ঘর থেকে ৩ টি অ্যানড্রয়েড মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।অন্য কোন জিনিসপত্র চুরি করে নেয়নি। এ চুরির ঘটনায় এলাকায় ভীতিকর ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. আজিজুল হক বলেন, চুরির বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। নান্দাইল মডেল থানার অফিসার
ইনচার্জ ফরিদ আহমেদ জানান, এ বিষয়ে অভিযোগ দিতে বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।