
বান্দরবান জেলা প্রতিনিধিঃ বান্দরবান আলীকদম উপজেলার তারাবুনিয়া এলাকায় বেপরোয়া গতিতে আসা বালুভর্তি ডাম্পার গাড়ীর ধাক্কায় মোটরসাইকেলর তিন আরোহী নিহত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি ২০২৫ইং) দুপুরে আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া নামক এলাকায় আলীকদম ফাঁসিয়াখালী সড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, মোঃ বেলাল (৩০) নাচির উদ্দিন পাড়ার মাশুক আহমদের ছেলে, মিনহাজ (১৮) বাজার পাড়ার বাসিন্দার মিন্টুর ছেলে আলীকদম সদর ইউনিয়ন ২নং ওয়ার্ড়, মো সৈয়দ আমিন(৪৫) পিতা অজ্ঞাত, মনুমেস্ত্রী কলোনী, নাচির চেয়ারম্যান পাড়া আলীকদম।
স্থানীয়রা জানায়, আলীকদম উপজেলার তারাবুনিয়া এলাকায় বোঝাই একটি ডাম্পার গাড়ীর ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়।দুর্ঘটনার পর পর নিহতদের ছবি ভিডিও স্যোশাল মিডিয়ায় প্রচার হলে তাদের পরিচয় সনাক্ত হয়।
আলীকদম থানা অফিসার ইনচার্জ (ওসি) জনাব মির্জা জহির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার কাজ চালাচ্ছেন।