ঢাকা, মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নওগাঁয় রাতের অন্ধকারে সড়কে পথরোধ করে দুটি মোটরসাইকেল ছিনতাই
খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে:এমপি প্রার্থী রাশেদুল আলম সবুজ
বেতাগীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক দ্বিতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন
জীবননগরে ৭ কোটি ২২ লাখ টাকার বাজেট ঘোষণা
আমতলীতে স্কুলের ওয়াল ভেঙ্গে নির্মান সামগ্রী চুরি
ঘোড়াঘাটে সেনাক্যাম্প স্থাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ঘোড়াঘাটে সেনাবাহিনীর বিনামূল্যে চিকি ৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ
জলঢাকায় দারিদ্র্য বিমোচনে সামাজিক নিরাপত্তা সেমিনার
শেরেবাংলা নগর থানায় নতুন ওসি
শ্যামনগরে নারী কৃষকদের দক্ষতা উন্নয়নে জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণ
বংশালে পেট্রল ঢেলে বাসে আগুন, গ্রেফতার ৩
মোরেলগঞ্জে উপজেলা পর্যায় ইভলভ্’র কর্মশালা অনুষ্ঠিত
ছিনতাইকারী আখ্যায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া মতিউর সম্পর্কে অজানা তথ্য
মোরেলগঞ্জে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন
নাইক্ষ্যংছড়িতে ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

পঞ্চগড়ে তরুণদের নিয়ে মাসব্যাপী উৎসব

পঞ্চগড় জেলা প্রতিনিধি :পঞ্চগড়ে নানা উৎসবে মেতেছে পঞ্চগড়ের তরুণরা। মাসব্যাপি তারুণ্যের উৎসবে হাজার হাজার তরুণের স্বতস্ফুর্ত অংশগ্রহণ ভিন্ন রকম আমেজ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছে সুধী সমাজ। জানাগেছে, পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসবের বিভিন্ন ইভেন্টে কয়েক হাজার তরুণ অংশ নিয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানাগেছে তারুণ্যের উৎসবে মোট ২৫ টি ইভেন্ট আয়োজন রয়েছে। গত ১৮ ডিসেম্বর এই উৎসব শুরু হয়। ২৫ টি ইভেন্টের মধ্যে প্রত্যেক উপজেলায় হারিযে যাওয়া গ্রামীণ খেলা ধুলা হাজার হাজার দর্শক উপভোগ করেছে।

প্রত্যেক ইউনিয়ন এবং উপজেলায় কেমন চাই আগামীর বাংলাদেশ শিরোনামে তরুণদের অংশ গ্রহনে আয়োজিত হচ্ছে কর্মশালা। শুরু হয়েছে শহরের সৌন্দর্য্য বৃদ্ধি কার্যক্রম । জীব বৈচিত্র বিলুপ্তি রোধে পাখির অভয়ারণ্য স্থাপন ও বৃক্ষ রোপন কর্মসূচি চলছে।

এসব আয়োজনেও অংশ নিচ্ছে জেলার বিভিন্ন গ্রাম শহরের তরুণ সমাজ। ভলিবল, ফুটবল টুর্ণামেন্ট চলছে। এসব টুর্ণামেন্ট প্রত্যেক উপজেলায় আয়োজিত হচ্ছে। টুর্ণামেন্ট উপভোগ করছে হাজার হাজার দর্শক। কারাতে প্রতিযোগিতায় অংশ নিয়েছে প্রায় ৩’শ শিশু-কিশোর। দিনব্যাপি সাইকেল রেইস, অবস্টাকল রেইস এবং স্কেটিং প্রতিযোগিতায় অংশ নিয়েছে শিশু কিশোর,তরুণ তরুণী।শনিবার দিন ব্যাপি এই আে য়াজনের উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব খালেদ রহিম।

জেলা প্রশাসক মো: সাবেত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব খোরসেদ আলম খান, পুলিশ সুপার মিজানুর রহমান মুনসী,১৮ বিজিবির অধিনায়ক ল্যা: কর্ণেল মনিরুজ্জামান, বাংলাদেশ সেনাবাহিনীর ২৯/বীর সৈয়দপুর ক্যান্টন্টমেন্টের মেজর মেহেদী হাসান প্রমুখ ।

উৎসবে আগামী ২১ জানুয়ারি বির্তক উৎসব, ২২ জানুয়ারী উপস্থিত বক্তৃতা, ২৩ জানুয়ারী শুরু হবে তিন দিন ব্যাপি পিঠা উৎসব, সাংস্কৃতিক সন্ধ্যা, গণমাধ্যম কর্মীদের জন্য ক্রিড়া বিনোদন, স্কিল ডেভলপমেন্ট ইযুথ সামিট, ইংলিশ স্পিকিং, লার্নিং, ফ্রিল্যান্সিং, নেটওয়াকিং এবং কমিউনিকেশনের উপর অনুষ্ঠিত হবে দিনব্যাপি প্রশিক্ষণ। রয়েছে নতুন বাংলাদেশের ধারণা প্রদানের লক্ষ্যে পেশাজীবীদের নিয়ে (রিক্সাওয়ালা, শ্রমিক, ড্রাইভার ) প্রশিক্ষণ কর্মসূচি।

তরুণরা বলছেন তারুণ্য উৎসবের বিভিন্ন আয়োজন বাস্তবায়নে কাজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ করছে অন্তত: ২ শতাধিক তরুণ। তারা উজ্জিবিত। বিভিন্ন ভ্যানুতে চলছে এই উৎসব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান জানান, এই উৎসবে হাজার হাজার তরুণ অংশ নিয়েছে। তারা মাদক ও দুর্নীতি বিরোধী স্লোগানে মুখরিত করেছে পঞ্চগড় জেলা।জেলা প্রশাসক জানান, মাসব্যাপি তারুণ্যের উৎসব আয়োজনের লক্ষ্যই হচ্ছে তরুণদের মধ্যে লিডারশীপ তৈরী করা। এ জন্য তাদেরকে উৎসব বাস্তবায়ন এবং পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে। হাজার হাজার তরুণ এই উৎসবে অংশ নিয়েছে। তরুণদের বিভিন্ন আয়োজন উপভোগ করছে হাজার হাজার মানুষ। আমরা জেলার সর্বস্তরের তরুণদের এই উৎসবে যুক্ত করার চেষ্টা করেছি।আগামী ২৫ জানুয়ারী বিখ্যাত ব্যান্ড শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব শেষ হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুনঃ