ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
একুশে পরিবহনে মোটরসাইকেল নিয়ে ধাওয়া,ঘটনাটি ডাকাতি নয় বলছে পুলিশ
পূর্ব শত্রুতার জেরে অটোরিক্সা চালক হত্যা,গ্রেফতার ২
পিলখানা হত্যাকাণ্ড: ক্ষতিপূরণসহ চাকরি পুনর্বহালের দাবি বিডিআর সদস্যদের
ক্লাস-পরীক্ষা বর্জন করে নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
শাহবাগে ফুলের দোকানে আগুন: ঝুলন্ত বৈদ্যুতিক সংযোগ ও হাইড্রোজেন সিলিন্ডার ছিল বিপদের কারণ
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
বাঞ্ছারামপুরে বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের

সূত্রাপুরে দেশীয় অস্ত্রসহ চার পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

রাজধানীর সূত্রাপুর থানার চিত্তরঞ্জন এভিনিউ এলাকার মল্লিক টাওয়ারের সামনে ছিনতাই করার উদ্দেশে সমবেত হয়ে প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির সূত্রাপুর থানাধীন ফরিদাবাদ পুলিশ ফাঁড়ির একটি টিম।

গ্রেফতারকৃতরা হলো-সাইফুল মিয়া (২৬),মে.খুরশিদ আলম (২০),মো. রাব্বি (২০) ও জীবন শেখ (২৩)। এসময় তাদের হেফাজত হতে তিনটি স্টিলের চায়নিজ চাকু ও একটি স্টিলের চায়নিজ চাপাতি উদ্ধার করা হয়।

শুক্রবার (১৭ জানুয়ারি ) ভোরে সূত্রাপুর থানার চিত্তরঞ্জন এভিনিউ এলাকার মল্লিক টাওয়ারের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (১৮ জানুয়ারি) বিকালে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

সূত্রাপুর থানা সূত্রে জানা যায়,সূত্রাপুর থানার ফরিদাবাদ পুলিশ ফাঁড়ির একটি টহল টিম বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চিত্তরঞ্জন এভিনিউ এলাকার মল্লিক টাওয়ারের সামনে কতিপয় দুষ্কৃতকারী ছিনতাইয়ের উদ্দেশে সমবেত হয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে টহল পুলিশের টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিনটি চাকু ও একটি চাপাতিসহ সাইফুল,খুরশিদ,রাব্বি ও জীবনকে গ্রেফতার করা হয়।এ সময় কয়েকজন কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় সূত্রাপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়,গ্রেফতারকৃতরা বিভিন্ন স্থানে অবস্থান করে চাকু ও চাপাতি দিয়ে ভয়ভীতি দেখিয়ে জনসাধারনের নিকট হতে টাকাসহ অন্যান্য মূল্যবান মালামাল হাতিয়ে নিতো। তারা সূত্রাপুরের উক্ত এলাকায় ছিনতাইয়ের উদ্দেশে একত্রিত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ