
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে অপহৃত মেহেদী হাসান বিপ্লবকে (১৪) উদ্ধার করেছে র্যাব। একইসঙ্গে এই অপহরণের সাথে জড়িত তাজুল ইসলাম ও আকরাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার রাতে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থেকে অপহৃত বিপ্লবসহ অপহরণকারীদের গ্রেফতার করা হয়।
শনিবার (১৮ জানুয়ারি ) র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান,১২ জানুয়ারি বিকালে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আগানগর এলাকা থেকে অপহৃত হয় গার্মেন্টসকর্মী বিপ্লব। এরপরের দিন অপহরণকারীরা বিপ্লবের মোবাইল ফোন থেকে ভিকটিমের মায়ের মোবাইলে ফোন করে বিপ্লবের মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দাবী করে অন্যথায় ভিকটিমকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদর্শন করে। এ ঘটনায় ভিকটিমের বড় ভাই মো. মোকছেদুল হক (২২) বাদী হয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় ভিকটিম বিপ্লবকে অপহরণের দায়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
তাপস কর্মকার বলেন,অপহরণের বিষয়টি জানতে পেরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল অপহৃত ভিকটিমকে অক্ষত অবস্থায় দ্রুত উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে রুপগঞ্জ থেকে মেহেদী হাসান বিপ্লবকে (১৪) অক্ষত অবস্থায় উদ্ধারসহ অপহরণকারী তাজুল ইসলাম (২৬) ও আকরাম হোসেনকে (২৫) গ্রেফতার করা হয়।
ডিআই/এসকে