
কক্সবাজার শহরের সমুদ্রসৈকত–সংলগ্ন সমিতিপাড়ায় অস্ত্রের মুখে তিন পর্যটককে জিম্মি করে নগদ অর্থসহ মালামাল ছিনতাইয়ের অভিযোগে ছয় তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি ) বিকেলে শহরের বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেফতার পাশাপাশি লুটের মালামালও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,চট্টগ্রামের লোহাগড়া উপজেলার ভবানীপুরের বড় হাতিয়া গ্রামের ফাহিম রাজ (২২) ও স্কুলরোড এলাকার শহিদুল ইসলাম (২২),কক্সবাজার শহরের টেকপাড়া কালুরদোকান এলাকার শাখাওয়াত বিন কাইয়ুম ওরফে আকাশ (২৭),বিজিবি ক্যাম্প–সংলগ্ন চৌধুরীপাড়ার আশরাফুল ইসলাম (১৯),সমিতিপাড়ার সৈয়দ নুর (২০) ও মো. জিসান (১৯)।
পুলিশ সুপার রহমত উল্লাহ বলেন,ওই তরুণদের বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। আজ শনিবার সকালে কক্সবাজার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানোর কথা আছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের সমিতিপাড়া রাস্তারমুখে (বিয়াম ল্যাবরেটরি স্কুলের পাশে) হৃদয় (২১),তারেক আজিজ (২৩) ও সাজ্জাদ মজুমদার ওরফে শুভ (২২) নামের তিন পর্যটককে অস্ত্রের মুখে জিম্মি করে সশস্ত্র ছিনতাইকারীদের একটি দল।
ওই সময় পর্যটকেরা শহর থেকে সড়কপথে সমুদ্রসৈকতের দিকে যাচ্ছিলেন। অন্যদিকে একটি মোটরসাইকেল ও ইজিবাইকে চেপে সেখানে আসেন ছিনতাইকারীরা। সেখানে তাঁরা তিন পর্যটককে জিম্মি করে নগদ ২ হাজার ৭০০ টাকা,একটি আইফোনসহ দুটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে কক্সবাজার মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন পর্যটককে উদ্ধার করলেও ছিনতাইকারীরা পালিয়ে যান।
পরে পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত তরুণদের গ্রেফতার করে। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল,পাইপ রেঞ্জ, চাকু,প্রায় ৬০ ইঞ্চি লম্বা লোহার চেইনসহ একটি ইজিবাইক ও নম্বরবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়। সেই সঙ্গে পর্যটকদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মুঠোফোন দুটিও উদ্ধার করা হয়।
ডিআই/এসকে