রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য বহন ও সেবনের অপরাধে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ছয়টা থেকে শনিবার (১৮ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালান হয়।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর বিভিন্ন এলাকা মাদকবিরোধী অভিযানে ৩৩ জনকে গ্রেফতার হয়েছে। এসময় সময় তাদের কাছ থেকে ১৩ কেজি ৪৯৪ গ্রাম গাঁজা,৪৫৬২ পিস ইয়াবার বড়ি ও ৫৪ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
আসামিদের বিরুদ্ধে ১৮টি মামলা হয়েছে।
ডিআই/এসকে