
স্টাফ রিপোর্টার আলিফ হোসেন: মুন্সিগঞ্জের শ্রীনগরে সাদাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত এলাকাবাসীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।এদের মধ্যে নারী , শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। শৈত্যপ্রবাহে গরম কাপড়ের অভাবে শীতের তীব্র কষ্টে ভোগান্তি বাড়ে শিশু, বৃদ্ধসহ নিম্ন আয়ের কর্মজীবী মানুষজনের। হতদরিদ্র এসব মানুষের, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই। তাদের কথা বিবেচনা করে সাদাকাহ্ ফাউন্ডেশনের ঐ কম্বল বিতরণ করা।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার আটপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন সাদাকাহ্ ফাউন্ডেশনের ক্লাবে অসহায় মানুষদের মাঝে ৫০০ পিস কম্বল বিতরণ করা হয়।
এই কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সাদাকাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান মারুফ বিল্লাহ্,নিবাহী কমিটির সদস্য নূর মোহাম্মদ, মোঃ জয়েল,কামাল শেখ, নূর হোসেন, আল আমিন খান, জামাল শেখ, বিল্লাল হোসেন,অপু খালাসী, শাহীন শেখ প্রমুখ।