
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে ১৮ই জানুয়ারী বিএনপির জনসমাবেশ উপলক্ষে ৩নং সদর ইউনিয়নের বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারী) সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ছোট কৈবর্তখালী ও আলগী গ্রামের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে নতুন বাজারে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসিম উদ্দিন আকন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো মাসুম বিল্লাহ পারভেজ, যুগ্ম আহ্বায়ক আবু সায়েম আকন, মো. আবুল হাসান, ৩নং রাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান টুকু মৃধা, সাধারণ সম্পাদক মো. নয়ন খান, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নাসির সিকদার, সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, ছাত্রদলের সভাপতি মো. নাঈম হাসান ঈমনসহ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।