ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

পবিপ্রবির রিজেন্ট বোর্ড সদস্য হলেন শিক্ষাবিদ অধ্যাপক ড. মোহাম্মদ জহির উদ্দীন

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)র রিজেন্ট বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ জহির উদ্দীন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এ.এস.এম. কাসেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ১৮(১)(ছ) ও ১৮(৩) অনুযায়ী আগামী ৩ বছরের জন্য বিশিষ্ট শিক্ষাবিদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জহির উদ্দীনকে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনীত করেছেন।

এ বিষয়ে অধ্যাপক ড. মোহাম্মদ জহির উদ্দীন বলেন, ‘আমাকে পবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য মনোনীত করায় মাননীয় প্রধান উপদেষ্টা, মহামান্য রাষ্ট্রপতি, পবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের স্বার্থে সর্বোপরি শিক্ষা ও গবেষণার মানকে বৃদ্ধি করাই আমার প্রয়াস থাকবে।’

নওগা জেলার সদর উপজেলার কেশবপুর গ্রামে এক সম্ভান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনে তিনি রাজশাহী কলেজ থেকে ১৯৭২ সালে এইচএসসি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৭ সালে বিএসসি (এজি) এবং ১৯৭৯ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন।

অধ্যাপক ড. মোহাম্মদ জহির উদ্দীন ইংল্যান্ডের এবারডিন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৬ সালে পিএইচডি, একই বিশ্ববিদ্যালয় থেকে১৯৯৬-৯৭ সালে পোস্ট ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এছাড়াও ১৯৯৯ ও ২০০৯ সালে জাপান থেকে তিনি পোস্ট ডক্টরেট গবেষণা সম্পন্ন করেন।

অধ্যাপক জহির উদ্দীনের ৭৫টি ইম্প্যাক্ট ফ্যাক্টর প্রবন্ধসহ মোট ২৬০টি গবেষণা প্রবন্ধ রয়েছে। তিনি ১৮ জন পিএইচডি এবং ৮০ জন এমএছ ছাত্রের গবেষণা তত্ত্বাবধান করেন। তার উচু মাপের গবেষণার স্বীকৃতি স্বরুপ তিনি BAS স্বর্নপদক, BAA স্বর্নপদক, গ্লোবা ইম্প্যাক্ট রিসার্চ এওয়ার্ড, সয়েল কেয়ার এওয়ার্ড অর্জন করেন।

অধ্যাপক ড. মোহাম্মদ জহির উদ্দীন ২০১৮-১৯ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিনের দায়িত্ব পালন করেন, এছাড়াও তিনি বাকৃবি’র একাডেমি অব এগ্রিকালচার, একাডেমী অব সায়েন্স এবং ওয়াল্ড একাডেমি অব সায়েন্স এর বর্তমান ফেলো।

শেয়ার করুনঃ