
এম,শাহজাহান, শেরপুর জেলা প্রতিনিধিঃ ‘জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা’ এই দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় নাগরিক কমিটির ঝিনাইগাতী উপজেলা শাখা। এসময় তারা সাধারণ মানুষের মাঝে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন। ঝিনাইগাতী থানা মোড় চত্বর থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন তারা। পরে বিভিন্ন দোকানে লিফলেট বিতরণ করেন। লিফলেটের মাধ্যমে তারা গণঅভ্যুত্থানে আওয়ামী খুনি ও দোসরদের বিচারের অঙ্গীকারসহ ৭ দফা দাবি ঘোষনাপত্রে অন্তর্ভুক্তির দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ক মোঃ মানোয়ার হোসেন,মোবারক হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্ত সিফাত, নয়ন মিয়া সহ অন্যান্যরা। জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ক মানোয়ার হোসেন বলেন, জুলাই বিপ্লব পরবর্তী আমরা একটা ঘোষণাপত্র জারি করতে চেয়েছিলাম। সরকার সেই ঘোষণাপত্র জারির দায়িত্ব নেয়। কিন্তু সেই বিষয়ে এখনো প্রকাশ্য কোনো পদক্ষেপ দেখতেছিনা। জুলাই বিপ্লব রক্ষার জন্য একটি ঘোষণাপত্র প্রয়োজন। তাই আমরা সচেতনতা তৈরির জন্য লিফলেট বিতরণ ও গণসংযোগ করছি। একটা বিপ্লব হওয়ার পরে প্রায় ৬ মাস হয়ে গেলো, কিন্তু এখনো আমরা একটা ঘোষণাপত্র পাইনি। সেই জায়গা থেকে আমরা অন্তর্বর্তী সরকারকে ঘোষণাপত্র জারির আল্টিমেটাম দিয়েছিলাম যেন জন-আকাঙ্খা পূর্ণ হয়। সেই জায়গা থেকে ঘোষণাপত্রের পক্ষে জনসচেতনতা তৈরির জন্য সকল মানুষের মাঝে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছি। পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করবো।