
জাতীয় সাংবাদিক সংস্থা পটুয়াখালী জেলা ইউনিটের নেতৃবৃন্দ’র সাথে কেন্দ্রীয় জাতীয় সাংবাদিক সংস্থা’র নেতৃবৃন্দ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারী বৃহস্পতিবার বেলা ১১ টায় জাতীয় সাংবাদিক সংস্থার পটুয়াখালী জেলা ইউনিট কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এসময়
জাতীয় সাংবাদিক সংস্থা পটুয়াখালী জেলা ইউনিট কমিটির সভাপতি মোল্লা নাসির উদ্দিন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব ফিরোজ আহমেদ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোঃ মমিনুর রশিদ শাইন।এছাড়াও এসময় মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা মোঃ শাহজাহান মোল্লা, মোঃ আলমগীর গনি, সহ সভাপতি মোঃ আতিকুর রহমান আজাদ, মোঃ হাসান সরদার জুয়েল, সহকারী মহাসচিব মোঃ সাজাদুর রহমান সাজু, সাংগঠনিক সচিব মোঃ ইসমাইল হোসেন এলিন। উক্ত মতবিনিময় সভায় এসময় জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও পটুয়াখালী জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ মতবিনিময় সভা শেষে জাতীয় সাংবাদিক সংস্থা পটুয়াখালী জেলা ইউনিটের ১৭ বিশিষ্ট নতুন কমিটি গঠন শেষে অনুমোদন দেয় জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জাতীয় সাংবাদিক সংস্থার পটুয়াখালী জেলা ইউনিটের নতুন কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি – মোল্লা নাসির উদ্দিন ( দৈনিক সৈকত সংবাদ), সিনিয়র সহ-সভাপতি- রাশিদুল ইসলাম (দৈনিক বর্তমান দেশকাল),সহ-সভাপতি- মশিউর রহমান রিপন ( দৈনিক যুগান্তর), সাধারণ সম্পাদক – মোঃ ফিরোজ- আহমেদ ( দৈনিক জাতীয় অর্থনীতি, যুগ্ম- সাধারণ সম্পাদক – মোঃ আবদুস সালাম কামরুল ( দৈনিক সমতল),সাংগঠনিক সম্পাদক -মাসুদ আকন- ভোরের সময়,কোষাধ্যক্ষ – বিপ্লব চন্দ্র ( দৈনিক পল্লব, দপ্তর সম্পাদক – এস এম মতিন -(দৈনিক পল্লব), প্রচার ও প্রকাশনা সম্পাদক -সুভাষ দাস( দৈনিক নতুন দিন), নির্বাহী সদস্য – মোঃ কামরুজ্জামান হেলাল -( দৈনিক সোনালী খবর),মিল্টন কুমার বাড়ই-(দৈনিক বর্তমান দেশকাল), মোঃ হাসান খাঁন-( দেশ চ্যানেল),মোঃ জাকির হোসেন- ( দৈনিক আমাদের সময়),কেএম,মনিরুজ্জামান- (দৈনিক মুক্ত খবর),সুনিল সরকার -( দৈনিক বাংলা সংবাদ প্রতিদিন) ও আল আমিন – কালডাক ( অনলাইন)।