
মোঃ রাশেদুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি।।
পঞ্চগড়ের আহমদনগরে কাদিয়ানী সম্প্রদায়ের সালানা জলসা বন্ধের দাবিতে প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে খতমে নবুওয়াত মুভমেন্ট বাংলাদেশ পঞ্চগড় শাখা। বুধবার (১৫- জানুয়ারী) জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ইন্টারন্যাশনাল খতমে নবুওয়াত মুভমেন্ট বাংলাদেশ এর আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক পঞ্চগড়, পুলিশ সুপার পঞ্চগড়, অধিনায়ক অস্থায়ী সেনা ক্যাম্প ২৯ বীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্ট বাংলাদেশ পঞ্চগড় শাখার আহ্বায়ক হুসাইন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য সচিব মোঃ আকবর বিন জাফর, মোঃ সাইফুল ইসলাম, সদস্য মোঃ সাজ্জাদ হোসেন সজীব সহ সংগঠনের নেতাকর্মীরা। মানববন্ধন ও প্রতিবাদ মিছিলে বক্তারা বলেন, পূর্ববর্তী বছরের ন্যায় তাদের সালানা জলসাকে কেন্দ্র করে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল তা যদি এ বছরও ঘটে তার দায়ভার সরকারকে বহন করতে হবে। তাদের সালানা জলসা বন্ধ ও কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার আহ্বান জানানো হয়।