
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি :‘‘নাজিরপুরে বিএনপি নেতা মাসুম মিনা স্থানীয়দের কাছে এক আতঙ্কের নাম’’ শিরোনামে বিভিন্ন জাতীয় দৈনিক ও স্থানীয় সংবাদ মাধ্যমে নিউজ প্রকাশিত হলে নিজের পদ-পদবী বাঁচাতে আওয়ামীলীগের নেতাকর্মী নিয়ে মানববন্ধন করেছে বিএনপি নেতা মাসুম মিনা।মাসুম মিনা সেখমাঠিয়া ইউনিয়নের বাকশী গ্রামের মৃত লতিফ মিনার ছোট ছেলে। জানাগেছে, তিনি শেখমাঠিয়া ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক এবং উপজেলা বিএনপির সদস্য।গত ৫ ই আগস্টের পর এই মাসুম মিনা বাহিনীর উত্থান ঘটে। জোর করে জমি দখল, চাঁদাবাজি, মারামারি, হিন্দুদের উপরে অমানবিক নির্যাতন, জোড় পূর্বক জমির ফসল কেটে নেওয়া ও সরকারি খাস জমি দখলের অভিযোগ উঠেছে। মাসুম বাহিনীর বিরুদ্ধে মুখ খুলতে ভয় পান স্থানীয়রা। মাসুম বাহিনী সুসংগঠিত হয়ে তাদের কর্মকান্ড পুরোদমে চালিয়ে যাচ্ছে বলে জানান স্থানীয়রা।সম্প্রতি মাসুম ও তার বাহিনীর বিরুদ্ধে স্থানীয় কৃষক রেজাউল শেখ নামের এক ব্যক্তি থানায় অভিযোগ করলে বেড়িয়ে আসে এমন সব ভয়ংকর তথ্য। তার এ অপকর্মের সঙ্গে স্থানীয় কতিপয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী’রা সেজেছে একটি চক্র।তার পদ-পদবী বাচাঁতে গতকাল বুধবার (১৫ জানুয়ারী) বিকেলে উপজেলার শেখমাঠিয়া ইউনিয়নে বাকশী গ্রামে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের নিয়ে দৈনিক আমার পিরোজপুর, দৈনিক কালের কন্ঠ, দৈনিক ইনকিলাবে বিরুদ্ধে একটি মানববন্ধ করে। এ মানববন্ধনে বক্তব্য রাখেন শেখমাঠিয়া ইউনিয়নের ৯-নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শিশির মিস্ত্রি, সহ-সভাপতি মো. শাহ্ জাহান হোসেন শাজা, প্রচার সম্পাদক রণজিত চক্রোবর্তী, ৮নং কৃষকলীগ নেতা দেলোয়ার, মাদক ব্যবসায়ী মিলন সরদার, স্থানীয় চিহ্নিত মাদকসেবীরাসহ আওয়ামী, যুবলীগ,শ্রমিকলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীরা বক্তব্য রাখে।