
রুবেল মিয়া লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামের ওবায়দুর রহমান (৫০) নামে এক ব্যক্তির পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৮৯ শতক জমি জোরপূর্বক দখল করার পায়তারা চালাচ্ছে। এ ঘটনায় ওই ব্যক্তি ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনের নামে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন- উপজেলার কাশিরাম ২ নং ওয়ার্ড এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে মনজার আলী ও ইছব আলী এবং মনজার আলীর ছেলে আনারুল ইসলাম ও আলা হক।
অভিযোগে সুত্রে জানা যায়, ওবায়দুর রহমান পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৮৯ শতক জমিতে বসত বাড়ী নির্মাণ করিয়া প্রায় ৪০ বছর ধরে ভোগ দখল করিয়া আসিতেছি।
এমতাবস্থায় মনজার আলী, মোঃ ইছব আলী, আনারুল এবং মোঃ আলা হক প্রায় ৬/৭ মাস পুর্ব হইতে ওবায়দুর রহমানের দখলীয় জমির মালিকানা দাবীসহ জবর দখল করার পায়তারা করেন। উক্ত জমির বিষয়কে কেন্দ্র করিয়া তাদের সাথে বিরোধের সৃষ্টি হয় ওবায়দুরের।
একপর্যায় গত ১৪ জানুয়ারী ১১টার দিকে অভিযুক্তগনসহ অজ্ঞাতনামা ১০/১৫ জন একজোট হইয়া লাঠি সোটা, লোহার রড হাতে লইয়া ওবায়দুরের দখলীয় জমির ভিতরে অনধিকার প্রবেশ করে এবং তার বসত বাড়ীর গেটের তালা ভাঙ্গিয়া বসত বাড়ীর ভিতরে প্রবেশ করেন। বসত বাড়ীর ভিতরে প্রবেশ করার কারণ জিজ্ঞাসা করিলে তাদের সহিত উক্ত বিষয়ে ওবায়দুরের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা ওবায়দুরকে প্রাণে মারিয়া ফেলার মর্মে হুমকি প্রদর্শন করে।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।