
সন্ত্রাস,চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
গাজিপুর বাসন থানার ১৫ নং ওয়ার্ড পেয়ারা বাগান এ বিএনপির সাধারন সম্পাদক ইকবাল হোসেন এর নেতৃত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথি হিসেবে জনাব মো: শওকত হোসেন(সভাপতি গাজিপুর মহানগর বিএনপি) এবং প্রধান বক্তা হিসেবে তানভির সিরাজ(সভাপতি বাসন মেট্রোথানা বিএনপি, গাজিপুর মহানগর), বিশেষ অতিথি আলহাজ্ব গিয়াসউদ্দিন(সিনিয়র সহ-সভাপতি বাসন মেট্রোথানা বিএনপি, গাজিপুর মহানগর) ও আলহাজ্ব আমিনুল ইসলাম(সিনিয়র যুগ্ম সম্পাদক বাসন মেট্রো থানা বিএনপি, গাজিপুর মহানগর), সভাপতি মো: সিরাজুল ইসলাম (১৫ নং ওয়ার্ড এর বিএনপির সাধারন সম্পাদক), এবং সম্পাদনায় মো:ইকবাল মাহমুদ(সাধারণ সম্পাদক ১৫ নং ওয়ার্ড বিএনপি গাজিপুর মহানগর) অংশ গ্রহণ করেন।
মুলত বর্তমান প্রেক্ষাপট কেন্দ্র করে তারা এ সিদ্ধান্ত নেন এবং জনসাধারণ দের দুর্নীতি এবং মাদক থেকে সতর্ক থাকতে বলেন। বর্তমানে দেশে চাঁদাবাজি সন্ত্রাসী এবং মাদকের হার বেড়ে গেছে এগুলো দমন না হলে দেশের মানুষ ও দেশ অনিরাপদ ও ঝুকির সম্মুখীন হবেন।
দেশ কে আরো এগিয়ে নিতে এবং পরিপাটির দিক বিবেচনা করে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বিপুল পরিমান জনগন অংশগ্রহণ করেন এবং বক্তব্য গ্রহন করেন।
বিএনপির এ সভায় এলাকাবাসি সন্তুষ্ট হন।