
পিরোজপুরে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) এর উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পিরোজপুরের জেলা প্রশাসকের সহায়তায় বিএফআরআই এর চট্টগ্রাম বিভাগীয় কার্যলয়ের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিএফআরআই এর চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা ড. মোঃ রওশন আলী এর সভাপতিত্বে এ এসময় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
বিএফআরআই এর তথ্য ও প্রযুক্তি শাখার সিনিয়র রিসার্চ অফিসার মো.জহিরুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বন ব্যবস্থাপনা ও বনজসম্পদ উইং এর প্রযুক্তি সমুহ উপাস্থাপন করেন, বিএফ আর আই এর প্রধান কার্যালয়ের বিভাগীয় বনকর্মকর্তা অসীম কুমার পাল এবং ড. মোঃ রওশন আলী।
কর্মশালায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ,বন অধিদপ্তর, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর, মৎস অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বিআরডিবি, সমবায় অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, তথ্য অধিদপ্তর, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, কাঠ ব্যবসায়ী, নার্সারি, করাতকল ও ফার্ণিচার মালিক সমিতির নেতৃবৃন্দ।