
কুড়িগ্রামের উলিপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ”- শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী মাহমুদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হারুন অর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ালেদা বেগম, প্রেসক্লাবের সভাপতি মাওঃ. মমতাজুল হাসান করিমী প্রমুখ l
এসময়, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৭টি গ্রূপ যথাক্রমে- ব্রম্মপুত্র নদ, তিস্তা নদ, দুধ-কমর-১, সোনাভরী নদ, দুধ- কমর-২, ধরলা নদ, গোলাপ ফুল নামে বিভক্ত হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নিজেদের ভাবনাগুলো লিপিবদ্ধ করেল প্রতি দলের দলনেতা সবার মাঝে তুলে ধরেন। অপরদিকে উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজে তরুণ্যের ভাবনা নিয়ে শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।