
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তের আশারতলী পয়েন্টে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। মরণ নেশা এসব ইয়াবা পাচার কালে উপজেলার আশারতলী গ্রামের আবুল কালামের পুত্র জিয়াবুল হক (২৪)। আটক করা হয়।
বুধবার (১৫ জানুয়ারি ) বেলা ১১ টার দিকে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি এর দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৪৬ হতে আনুমানিক ১.৫ কি:মি বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী আশারতলী থেকে এসব ইয়াবাসহ ওই পাচারকারীকে আটক করেন।
আটককৃত ব্যক্তি ইয়াবাসহ পরবর্তী আইনি কার্যক্রমের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর নিকট হস্তান্তর করেন।
১১ বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে লে: কর্ণেল ও জোন কমন্ডারের দিকনির্দেশনায় এবং উপ- অধিনায়ক মেজর আশিক ইকবাল এর নেতৃত্বে বিজিবির বিশেষ টহল দল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ এই অভিযান পরিচালনা করে এ-সব ইয়াবা উদ্ধার করতে সক্ষম হন।
১১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট
কর্ণেল এস কে এম কফিল উদ্দিন বলেন,
মাদক ও চোরাচালানসহ যে কোন অপরাধ দমনে বিজিবি সব সময় সর্তক রয়েছে। সীমান্তে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবির নিয়ন্ত্রিত সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে কঠোরভাবে দায়িত্ব পালন করা হবে।