ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬

বাগমারায় বাঁইগাছা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধনে হামলা

রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর বাগমারার বাঁইগাছা উচ্চবিদ্যালয়ের দুইজন শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন বহিরাগতদের হামলায় ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করেছিলেন। বুধবার বেলা ১১ টায় এই ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনয়ন নিয়ে মতবিরোধ দেখা দেয়। স্থানীয় একটি পক্ষের সঙ্গে বিদ্যালয়ের শিক্ষকদের এই মতবিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে গত সোমবার সকালে একদল বহিরাগত বিদ্যালয় চলাকালীন সময়ে প্রবেশ করেন। তাঁরা নিজেদের পছন্দের ব্যক্তিদের ব্যবস্থাপনা কমিটিতে রাখার দাবি জানান। এ নিয়ে শিক্ষকদের সঙ্গে মতবিরোধ দেখা হয়।এক পর্যায়ে বহিরাগতরা ওই বিদ্যালয়ের শিক্ষক জামায়াতের উপজেলা শাখার আমির কামরুজ্জামান (হারুন) ও নূুরুল ইসলাম নামের আরেকজন শিক্ষককে শারীরিক ভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়।

এদিকে এই ঘটনার প্রতিবাদে বুধবার সকালে শিক্ষার্থী ও অভিভাবকেরা মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন। কর্মসূচির বিষয়টি স্থানীয় সংবাদ কর্মীদের জানানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১ টার দিকে বিদ্যালয়ের শিক্ষার্থী ও কয়েকজন অভিভাবক ব্যানারসহ বাঁইগাছা বাজারে ভবানীগঞ্জ- হাটগাঙ্গোপাড়া সড়কের পাশে মানববন্ধন কর্মসূচি শুরু করেন। খবর পেয়ে প্রতিপক্ষ ১০-১৫ জন বহিরাগত সেখানে উপস্থিত হন। এসময় উত্তেজনার সৃষ্টি হয়। তাঁরা মানববন্ধন করতে বাধা দেন। এক পর্যায়ে বহিরাগতরা শিক্ষার্থীদের হাত থেকে ব্যানার কেড়ে নেন। এতে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। শিক্ষকেরা শিক্ষার্থীদের উদ্ধারে এগিয়ে আসলে তাঁরাও লাঞ্ছিত হন। পরে শিক্ষার্থী ও অভিভাবকেরা বিদ্যালয়ের ভেতরে চলে যান।শিক্ষার্থী এজাজ আহমেদ, সাজ্জাদ হোসেন, শিমুল, হিমু সহ কয়েক জন অভিযোগ করে জানায়, তারা শিক্ষাঙ্গনে বহিরাগতদের অপতৎপরতা বন্ধ ও শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছিলাম। কর্ম সূচিতে বাধা দেওয়াসহ উল্টো তাদের ওপর হামলা করা হয়েছে। এর বিচার দাবি করেছেন তারা। বিদ্যালয়ের শিক্ষক নূরুল ইসলাম বলেন, সহকর্মী জামায়াতের উপজেলা শাখার আমিরসহ অন্য শিক্ষকদের লাঞ্ছিত করা হয়েছে। ভয়ভীতি দেখানো হচ্ছে। নাসির নামের এক ব্যক্তির লোকজন এর সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন।

বাঁইগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মবকুল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিক্ষার্থীদের মানববন্ধনে হামলা করা ঠিক হয়নি। সম্প্রতি তারা অফিসে অবৈধ ভাবে প্রবেশ করে শিক্ষকদের লাঞ্ছিত করেছে। নাসির উদ্দীন লোকজন দিয়ে এসব করছেন।

শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলার ঘটনায় পরপরই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসার সহ বাগমারা থানায় লিখিত অভিযোগ করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম বলেন, হামলার ঘটনার খবর পাওয়ার পরই দ্রæত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অভিযোগ করেছে শিক্ষার্থীরা। সেটা বাগমারা থানার পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এই বিষয়ে নাসির উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাড়া না দেওয়াতে কথা বলা সম্ভব হয়নি। হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক আকরাম হোসেন বলেন, খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এখন স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে।

শেয়ার করুনঃ