
আব্দুল মজিদ মল্লিক ,আত্রাই (নওগাঁ) থেকে: নওগাঁর আত্রাইয়ে দুইটি কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকান দু’টি থেকে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার দিঘীরপাড় বাজারে।
জানা যায়,ওই বাজারের কীটনাশক ব্যবসায়ী রাফিউল ও শহিদুল ইসলাম প্রতি দিনের ন্যায় মঙ্গলবার রাতে তাদের দোকান বন্ধ করে বাড়িতে চলে যান।
গভীর রাতে ১০ থেকে ১৫ জনের একটি দল ওই বাজারের চা স্টল মালিক রব্বানীর হাত পা বেঁধে শহিদুল ও রাফিউলের কীটনাশকের দোকানঘরের শিকল ও তালা ভেঙে শহিদুলের দোকান থেকে প্রায় ৫ লাখ এবং রাফিউলের দোকান থেকে প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেন বলেন, মঙ্গলবার ভোর ৩ টার দিকে রব্বানীর চিৎকারে পাশ্ববর্তী বাড়ির লোকজন ওই চা স্টল মালিকের বাঁধা হাত পা খুলে দেন এবং তার বর্ণনা অনুযায়ী দেখতে পান দোকন দুইটি থেকে মালামাল লুট করা হয়েছে।
আত্রাই থানার ওসি সাহাবুদ্দিন বলেন,এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।