ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পূর্ব শত্রুতার জেরে অটোরিক্সা চালক হত্যা,গ্রেফতার ২
পিলখানা হত্যাকাণ্ড: ক্ষতিপূরণসহ চাকরি পুনর্বহালের দাবি বিডিআর সদস্যদের
ক্লাস-পরীক্ষা বর্জন করে নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
শাহবাগে ফুলের দোকানে আগুন: ঝুলন্ত বৈদ্যুতিক সংযোগ ও হাইড্রোজেন সিলিন্ডার ছিল বিপদের কারণ
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
বাঞ্ছারামপুরে বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ

নান্দাইল চৌরাস্তা অবৈধ গরুর হাট বসানোর অভিযোগে ইউএনও’কে এডিসি’র নির্দেশ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে সওজের জায়গা অবৈধ গরুর হাট বসানোর অভিযোগের প্রেক্ষিতে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ইউএনও নান্দাইল’কে এডিসি (রেভিনিউ ডিপুটি কালেক্টর) নিদের্শ প্রদান করেছেন। নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আল আমিন খানের অভিযোগের প্রেক্ষিতে গত মঙ্গলবার (৭ জানুয়ারি) রেভিনিউ ডিপুটি কালেক্টর মো. সাব্বির হোসেনের স্বাক্ষরিত এক পত্রে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’কে এ নির্দেশনা প্রদান করেন। অভিযোগ সূত্রে জানাগেছে, ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কের পাশে চন্ডিপাশা ইউনিয়নের বারুইগ্রাম চৌরাস্তায় সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধ গরুর হাট বসানো হয়েছে। এ বিষয়ে সাবকে ইউপি সদস্য আল-আমিন খান জানান, বিগত ২৭শে জুন/২০২৪ইং হতে স্থানীয় প্রশাসনকে উক্ত সওজের জায়গায় স্থানীয় একটি সিন্ডিকেট দল ও সাবেক মন্ত্রীর লোকজন অবৈধভাবে লাভবান হওয়ার জন্য গরুর বাজারটি জমিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন। এতে সরকার বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অথচ বাজারটি কোন ফেরিফেরি ভূক্ত বাজার হিসাবে স্বীকৃতি ছিল না এবং সরকারি হাটবাজারের কোনো জায়গাও বিদ্যমান নাই। এছাড়া জেলা প্রশাসন কর্তৃক অবৈধ এ গরুর বাজারটি অনুমোদন প্রাপ্ত নয়। নান্দাইল চৌরাস্তা এলাকাটি
একটি ব্যস্ততম জায়গা। যেখানে দূরপাল্লার বিভিন্ন যানবাহন এখান থেকে বিভিন্ন জেলা-উপজেলায় গমন করে। অবৈধ গরুর হাট বাজারটি বসানোর কারনে যান চলাচলে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে বলে আল-আমিন সহ নাম প্রকাশে অনিচ্ছুক যানবাহন চালকরা অভিযোগ করেন। উক্ত অবৈধ বাজারটি সরকারী ভাবে খাস-কালেকশন করা হলেও- এ যাবত ৫০/৬০ লক্ষ টাকা উপজেলা পরিষদ রাজস্ব আদায় করতে পারতো সরকার। তবে এ বিষয়ে অবৈধ গরুর হাট পরিচালনাকারীদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তারা কোন বক্তব্য দিতে রাজি হননি। নবযোগদানকারী
নান্দাইল উপজেলা নিবার্হী অফিসার মোছা: সারমিন সাত্তার বলেন, আমি সদ্য যোগদান করেছি, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। ময়মনসিংহের এডিসি (রেভিনিউ ডিপুটি কালেক্টর) মো. সাব্বির হোসেন বলেন, অবৈধ গরু হাট বন্ধে একটি অভিযোগের প্রেক্ষিতে বিধি মোতাবেক য়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ইউএনও নান্দাইলকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

শেয়ার করুনঃ