
রাজধানীর যাত্রাবাড়ি থানার মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে গাজা ও ফেনসিডিলসহ তিন কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো-মো.শাহজাহান (৩৯),মো.শহিদ হোসেন (৪৮), ও মো.ফরহাদ হোসেন (১৮)।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে দক্ষিণ মাতুয়াইলস্থ মুক্তি ফিলিং ষ্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার (১৫ জানুয়ারি ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো.সোনাহর আলী।
তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ি থানার দক্ষিণ মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে একটি পিক আপ গাড়ি থামানো হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে ৪২ কেজি গাঁজা ও ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ সময় মাদক কারবারের সঙ্গে জড়িত মো.শাহজাহান, মোঃ শহিদ হোসেন ও মো.ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবিকে জানিয়েছে,দেশের সিমান্তবর্তী এলাকা থেকে অভিনব কৌশলে মাদক সংগ্রহ করে ঢাকাসহ আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিলো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।
ডিআই/এসকে