
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে সামাজিক অপরাধ কর্মকান্ডরোধকল্পে ও নাগরিকদের অধিকার আদায়ের মাধ্যমে সুস্থ-সুন্দর নান্দাইল গঠনে একটি অরাজনৈতিক সংগঠন “নান্দাইল উপজেলা নাগরিক ফোরাম” এর আত্মপ্রকাশ হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৮টায় নান্দাইল উপজেলা
মুক্তিযোদ্ধা কমপ্লে· ভবনে এক সাধারন সভার মাধ্যমে সংগঠনটির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। নান্দাইল উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম খান নাসিম’কে অত্র সংগঠনের আহবায়ক ও প্রেসক্লাব নান্দাইলের সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের প্রতিনিধি মো. শামছ-ই-তাবরীজ রায়হান’কে সদস্য সচিব করে ১১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এসময় সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।