
মোঃ রাশেদুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি।। পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবি এর আয়োজনে সীমান্তবর্তী জনসাধারণের সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানি, পিএসসি, জি সেক্টর সদর দপ্তর ঠাকুরগাঁও এর উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৩-জানুয়ারি) পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবি এর অধীনস্থ বোধগাঁও বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার তড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বিজিবির পক্ষ থেকে সীমান্তে বসবাসকারী জনসাধারণের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদান করা হয়। সীমান্তে অবাধ বিচরণ না করা, শূন্য লাইন অতিক্রম করে পাথর বালি উত্তোলন না করা, অবৈধ অনুপ্রবেশে সহযোগিতা না করা, চোরাচালান/ নারী ও শিশু পাচার/ মাদক পাচার/ মানব পাচার সহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন ধরনের অপরাধ এবং এর শাস্তির ভয়াবহতা সম্পর্কে সকলকে অবহিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮-বিজিবি এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মনিরুল ইসলাম, বিজিবিএমএস, পিএসসি, এসি, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সীমান্তে বসবাসরত স্থানীয় সাধারণ মানুষ। জনসচেতনতা মূলক সভা শেষে শীতার্ত মানুষের মাঝে বিজিবি’র পক্ষ থেকে শীতবস্র (কম্বল) বিতরণ করা হয়। বিজিবির এমন সচেতনতা মূলক সভা ও জনকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন স্থানীয়রা। এ সময় স্থানীয়রা বলেন, আমরা সীমান্তে বসবাস করলেও অনেক কিছু আইন কানুন সম্পর্কে জানি না। আজকে অনেক কিছু জানতে পারলাম। সভা শেষে শীতবস্ত্র হাতে পেয়ে খুশী সবাই।